এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দেওয়াল লিখনের ওপর বিজেপির ব্যানার, দুই পক্ষের সংঘর্ষে আহত সাত, উত্তপ্ত বারাসাত!

তৃণমূলের দেওয়াল লিখনের ওপর বিজেপির ব্যানার, দুই পক্ষের সংঘর্ষে আহত সাত, উত্তপ্ত বারাসাত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মরসুমে প্রচার পর্বে এমনিতেই অশান্তি চোখে পড়ে বাংলায়। লোকসভা হোক বা বিধানসভা, পঞ্চায়েত হোক বা পৌরসভা, যে কোনো নির্বাচনেই শাসক-বিরোধী তরজা থেকে শুরু করে সংঘর্ষ রীতিমত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এবারের বিধানসভা নির্বাচনে যাতে সম্পূর্ণরূপে অশান্তিকে এড়ানো যায়, তার জন্য প্রথম থেকেই তৎপর ছিল নির্বাচন কমিশন।

যে সমস্ত বিধানসভা কেন্দ্রের নির্বাচন এগিয়ে আসছে, সেখানে শেষ মুহূর্তে প্রচারের আগে তৈরি হতে দেখা যাচ্ছে অশান্তি। এবার উত্তর 24 পরগনার বারাসাতে তৃণমূলের লেখা দেওয়ালের উপর বিজেপির ব্যানার লাগানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল। যেখানে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বারাসাতে 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের লেখা দেওয়ালের উপর বিজেপি ব্যানার চোখে পড়ে। আর তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যেখানে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে হামলা করার অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের 7 জন কর্মী আহত হয়েছেন বলে খবর। যার মধ্যে রয়েছে একজন প্রাক্তন কাউন্সিলর। তবে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হলেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন সামনে এলে এরকম ছোটখাটো অশান্তির ঘটনা এমনিতেই চোখে পড়ে। তবে বিধানসভা নির্বাচনের মত গুরুত্বপূর্ণ নির্বাচনে এবার যখন প্রধান লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, তখন অশান্তিকে যাতে সম্পূর্ণরূপে এড়ানো যায়, তার জন্য চেষ্টার কোনো খামতি রাখেনি নির্বাচন কমিশন। কিন্তু তার পরেও অশান্তি সামনে আসতে শুরু করেছে। আর এবার বেনজির ভাবে তৃণমূলের দেওয়াল লিখনের ওপর বিজেপির ব্যানার টাঙানোকে কেন্দ্র করে গুঞ্জন এবং চাঞ্চল্য তীব্র ভাবে ফুটে উঠতে শুরু করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!