এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আরেক প্রভাবশালী নেতার মামলা লড়েও জামিন করাতে পারলেন না কল্যাণ!

তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আরেক প্রভাবশালী নেতার মামলা লড়েও জামিন করাতে পারলেন না কল্যাণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বহু চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টায় ব্যর্থ হলেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় জেলবন্দি থাকা আনিসুর রহমানের জামিনের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু আদালতের পক্ষ থেকে সেই জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় কার্যত অস্বস্তিতে আনিসুর রহমান এবং তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বহু আইনি লড়াই লড়ে তিনি নানা ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। কিন্তু এক্ষেত্রে তৃণমূল নেতাকে জামিন দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হতে হল কল্যানবাবুকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার পাঁশকুড়া তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় আনিসুর রহমানের হয়ে সওয়ালে অংশ নেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ ধরে শুনানির পর অনেকেই আশা করেছিলেন, এবার হয়ত আনিসুর রহমানকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের মতামত শুনে বিচারক আনিসুর রহমানকে জামিন দেয়নি।

জানা গেছে, আগামী 18 মে এই নিয়ে শুনানি হবে। প্রায় সকলেই কার্যত আত্মবিশ্বাসী ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত পোড়খাওয়া আইনজীবী যখন আনিসুর রহমানের হয়ে লড়াই করছেন, তখন নিশ্চয়ই আনিসুর রহমান জেল থেকে মুক্তি পাবেন। কিন্তু শেষ পর্যন্ত আনিসুর রহমানের পরিবারকে হতাশ হয়ে ফিরতে হয়।

এদিকে আনিসুর রহমানকে মুক্তি না দেওয়ার কারণে কিছুটা হলেও খুশি নিহত তৃণমূল নেতা কুরবান শায়ের পরিবা। এদিন এই প্রসঙ্গে নিহত তৃণমূল নেতা কুরবান শাহের দাদা আফজল শা বলেন, “বিচার বিভাগের ওপর আমাদের প্রতি মুহূর্তে আস্থা আছে। অনেক হুমকি অপেক্ষা করে আমাদের এই মামলা লড়াই করতে হচ্ছে। প্রতি মুহূর্তে প্রাণসংশয়ের আশঙ্কা আছে। কিন্তু আমরা হাল ছেড়ে দিইনি।”

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমানে আনিসুর রহমানকে এই মামলার বেড়াজাল থেকে মুক্তি দিতে কার্যত তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই তা সম্ভব হচ্ছে না। তবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আনিসুর রহমানের হয়ে সওয়াল করছেন, তখন নিশ্চয়ই তিনি মুক্তি পেয়ে যাবেন বলেই মনে করা হয়েছিল।

কিন্তু শেষপর্যন্ত আদালত তেমন রায় দিলেন না। এক্ষেত্রে 18 মে পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে সকলকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মুশকিল আসান হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আনিসুর রহমানকে মুক্তি দিতে সক্ষম হন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!