এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে যোগ দিয়ে কি বললেন মুকুল, জেনে নিন

তৃণমূলে যোগ দিয়ে কি বললেন মুকুল, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘ 3 বছর 9 মাস অন্যদলের সংসর্গে থাকা। কিন্তু প্রতি মুহূর্তেই যে স্মৃতির আঙিনায় নাড়া দিয়েছে পুরাতন দল, তা এদিন স্পষ্ট হয়ে গেল, ঘরে ফেরা মুকুল রায়ের কথায়। আজ তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নিজের পুরাতন দল তৃণমূল কংগ্রেসে কামব্যাক করেন একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলে পরিচিত মুকুল রায়।

আর দলে ফিরেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, “আজ আমার খুব ভালো লাগছে। আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেসে ফেরত এসেছি। এসে অনেক পুরনো ছেলেপেলেদের চোখের সামনে দেখতে পাচ্ছি।” আর মুকুল রায়ের এই কথার মধ্যে দিয়েই অনেক অন্তর্নিহিত অর্থ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কেউ কেউ বলতে শুরু করেছেন, তাহলে কি মস্তিষ্ক আর দেহ ছিল ভারতীয় জনতা পার্টিতে? আর মন এবং প্রাণ ছিল তৃনমূল কংগ্রেসে? সাধারনত, নতুন দলে যোগদান করার পর পুরাতন দলের কুৎসা দিয়ে শুরু হয় নতুন দলের ইনিংস। কিন্তু মুকুলবাবু তৃণমূলে যোগদান করার পর আজকের কথায় যেন পুরনো অনেকগুলো যোগদানের ইতিহাস পাল্টে গেল। নিজের তাৎক্ষণিক পুরাতন দল ভারতীয় জনতা পার্টির প্রতি দোষারোপে বেশি সময় নষ্ট করেননি মুকুল রায়। বরং দীর্ঘদিনের পুরাতন দলে ফেরা যে তার কাছে একটি আবেগঘন মুহূর্ত, সেটাই প্রকাশ পেয়েছে মুকুলবাবুর গলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর শুধু মুকুল রায় কেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বর্ষীয়ান এই দক্ষিণপন্থী নেতার সম্পর্কটা যে কত নিবিড়, তা কিছুটা প্রকাশ পায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে। সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল আমাদের ঘরের ছেলে। ও দলে ফিরতে চেয়েছে, ওকে স্বাগত জানানো হয়েছে।” তবে শুধু আপ্লুত হয়েই শেষ নয়, মুকুলবাবুর যে এখনও অনেক কিছু বলার আছে, তাও প্রকাশ পেয়েছে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে।

সংবাদদাতাদের উদ্দেশ্যে বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায় বলেন, “মৌখিকভাবে নয়। কেন ভারতীয় জনতা পার্টি ছাড়লাম এবং কেন তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, তার বিস্তারিত বিবরণ আমি লিখিতভাবে দিয়ে দেব।” এখন বিশ্লেষকদের মনে প্রশ্ন, বিস্তারিত এই বিবরণে ভারতীয় জনতা পার্টি ছাড়ার পেছনে মুকুলবাবু কি কি কারণ উল্লেখ করবেন! আর কোন বিষয়কেই বা পুরাতন দলে প্রত্যাবর্তনের কারণ হিসেবে দর্শাবেন? এই বিষয়গুলিই বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে আগামী দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!