ভাঙড়ে গোষ্ঠী সংঘর্ষে প্রাণ হারালেন তৃণমূল নেতা রাজ্য March 11, 2018 ভাঙড়ের বামুনঘাট বাঘডোবা এলাকায় জমি দখলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হল তৃণমূল নেতা মনু প্রামাণিকের । জানা গেছে সকালে একটি জমি মাপের কাজ চলছিল৷ আর সেই সময়ই এলাকায় গোলমাল বাঁধে৷ স্থানীয় সূত্রে জানা গেছে যে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে তারা তৃণমূলেরই পরস্পর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত এলাকায়। জানা গেছে যে একটি জলা জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ছিল আজ সেই ঝামেলায় জড়িযে যান মানুবাবু। বিরোধী গোষ্ঠীর লোকেদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই নিয়ে লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ করা হয়। এখনো অবধি কেউ গ্রেফতার হয়নি। আপনার মতামত জানান -