এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “তৃণমূলের কারণেই কোচবিহারে বিমান পরিষেবা চালু হয়নি” বিস্ফোরক দিলীপ!

 “তৃণমূলের কারণেই কোচবিহারে বিমান পরিষেবা চালু হয়নি” বিস্ফোরক দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হয়েছে। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধীদের মধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “এতদিন তৃণমূলের কারণেই কোচবিহারে বিমান পরিষেবা চালু করা সম্ভব হয়নি। যখন মন্ত্রী ছিলেন রবি ঘোষ, তখন আমি বলেছি, রবিবাবু বিমানটা চালু করুন। তখন উনি এই কোম্পানি, ওই কোম্পানির কথা বলেছেন। আর আমাদের সাংসদ নিশীথ প্রামানিক দায়িত্ব নেওয়ার পরেই এখানে বিমান চালু করার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। তবে এবার কেন্দ্রীয় সরকার তা চালু করেছে। কেন্দ্রীয় সরকার নিজেদের শক্তি অনুযায়ী এই বিমান পরিষেবা চালাবে। ওনারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনবেন, আর উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে জোড়ার চেষ্টা করবেন না, এটা হতে পারে না।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কোচবিহারে বিমান পরিষেবা নিয়েও তৃণমূলকে চাপের মুখে ফেলে দিলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!