এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে প্রশ্ন, ভোটের মুখে জনসংযোগ! কটাক্ষ বিজেপির

তৃণমূলের পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে প্রশ্ন, ভোটের মুখে জনসংযোগ! কটাক্ষ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন জনসংযোগের পন্থা বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পর মিনি মহাকরণ নিয়ে জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করলেও অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান হতে দেখা যায়নি। যেখানে স্থানীয় স্তরে নেতাদের দুর্ব্যবহার থেকে শুরু করে দুর্নীতি, নানা অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রশাসন এবং দলের বিরুদ্ধে উঠতে শুরু করেছিল। আর এই সমস্ত অভিযোগকে হাতিয়ার করেই 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে দিতে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

স্বাভাবিকভাবেই এমত পরিস্থিতিতে এবার বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান নিয়ে নতুন কর্মসূচি সামনে আসায় বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিরোধীদের প্রশ্ন, তাহলে কি এতদিন সরকার মানুষের কাছাকাছি ছিল না! আর তাই এখন ভোটের মুখে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য এরকম নতুন কর্মসূচি নিতে হচ্ছে!

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করলেও তার বিভিন্ন জনপ্রতিনিধিরা সেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করেন না বলেই নানা সময় অভিযোগ উঠেছে। যার ফলস্বরুপ গত লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় খুব একটা ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। যার প্রধান কারণ জনপ্রতিনিধিদের দুর্ব্যবহার এবং দুর্নীতি। কিন্তু সেই দুর্নীতিকে নিরসন করতে ভোটের মুখে এবার ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে স্থানীয় স্তরে দুর্নীতি দমনের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের পাড়ায় পাড়ায় পাঠিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কর্মসূচি নিয়ে আসায় স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তৃতীয় বারের জন্য ক্ষমতা দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত পরিকল্পনা! কেন সময় থাকতে থাকতে অনেক আগেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করলেন না! তাহলে তো বিরোধীদের পক্ষ থেকে এই সমস্ত প্রশ্ন তোলা সম্ভব হত না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং মা মাটি মানুষের সরকার মানুষের পাশেই রয়েছে। বিরোধীদের চোখে ছানি পড়েছে। তাই তারা দেখতে পায় না। তবে এই ব্যাপারে পাল্টা অবশ্য প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা। তাদের বক্তব্য, দুর্নীতির জালে বিদ্ধ হয়ে আসলে তৃণমূল কংগ্রেস এখন কিছু দেখতে পাচ্ছে না। তাই ভোটের মুখে চাপে পড়ে এই সমস্ত কর্মসূচি নিয়ে মানুষের কাছাকাছি যেতে হচ্ছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, ভোট আসে, ভোট যায়। নেতারা ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে গেলেও, বাস্তবে তাদের আর দেখা পাওয়া যায় না, এই অভিযোগ দীর্ঘদিনের। তবে যখন যে সরকার আসে, তখন সে সরকারের পক্ষ থেকেই ভোটের আগে দাবি করা হয়, তারা সারাটা বছর মানুষের পাশে ছিলেন। কিন্তু ভোটের সময় জনতা জনার্দন ব্যালট বক্সে এর জবাব দেন। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে রাজ্যের উন্নয়নে নানা সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে।

আর এই পরিস্থিতিতে এতদিন মানুষের সঙ্গে তৃণমূলের অনেক নেতা থেকে শুরু করে হেভিওয়েট জনপ্রতিনিধিরা যোগাযোগ না রাখলেও, “পাড়ায় সমাধান” বা “দুয়ারে সরকার” কর্মসূচির মধ্য দিয়ে সেই যোগাযোগ করলেও তা কতটা মানুষের মনে ঠাইঊ করে নেবে, সেটাই সংশয়ের বিষয় বিশেষজ্ঞদের কাছে। আর এই ব্যাপারে একই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মানুষের সঙ্গে তৃণমূলের এই জনসংযোগ কতটা সফলতা লাভ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!