এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের CBI দুঃস্বপ্ন এখনই শেষ নয়! নারদ নিয়ে অশান্তির মাঝেই যে কোনও সময় কাণ্ডে চার্জশিট?

তৃণমূলের CBI দুঃস্বপ্ন এখনই শেষ নয়! নারদ নিয়ে অশান্তির মাঝেই যে কোনও সময় কাণ্ডে চার্জশিট?

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বার ক্ষমতায় আসতে না আসতেই অস্বস্তি বাড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের। নারদ কান্ডের ঘটনায় ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে আটক করা হয়েছে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। ভবিষ্যতে সিবিআই এই নারদ কান্ডে তৃণমূলের আরও অনেক হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধিদের আটক করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

আর এই পরিস্থিতিতে কয়লা পাচার কান্ডে চলতি মাসেই সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট দেওয়া হবে বলেও খবর পাওয়া গেল। স্বাভাবিক ভাবেই এই চার্জশিটের ফলে তৃণমূলের অনেক রাঘববোয়ালের অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর একদিকে নারদ কান্ডে গ্রেপ্তার, আর অন্যদিকে কয়লা কাণ্ডে সিবিআই চার্জশিট, স্বাভাবিক ভাবেই দুই ফলায় তৃতীয়বার ক্ষমতায় আসা তৃণমূল সরকারের বিড়ম্বনা যে ভয়াবহ আকার ধারণ করবে, তা বলাই যায়।

বিশেষ সূত্র মারফত খবর, কয়লা পাচার কান্ডে মে মাসেই তাদের চার্জশিট দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই এই ব্যাপারে সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। আর নারদ কান্ডে গ্রেপ্তারের পর সেই চার্জশিটে তৃণমূলের কোন কোন প্রভাবশালীর নাম থাকতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে। একাংশ বলছেন, যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র, বিশিষ্ট ব্যবসায়ী অনুপ মাঝি সহ একাধিক নাম এই চার্জশিটে থাকতে পারে। যা শাসকদলের ক্ষেত্রে খুব একটা সুখকর হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার কয়লা পাচার কাণ্ডের কথা তুলে ধরে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করতে শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী‌। এমনকি অনুপ মাঝি ওরফে লালা এবং যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের কথা তুলে ধরে সোচ্চার হতে দেখা গিয়েছিল তাকে। আর এই পরিস্থিতিতে সিবিআইয়ের পক্ষ থেকে কয়লা পাচার কান্ডের চার্জশিট পেশ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই নারদ কান্ডে গ্রেফতারের পর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটে পরাজয়ের পর বিজেপি প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে শুরু করেছে। তাই তাদের দলের নেতা এবং মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। আর এর মধ্যে যদি কয়লা পাচার কান্ডের চার্জশিটে একাধিক তৃণমূল নেতা এবং রাঘব বোয়ালদের নাম থাকে, তাহলে তৃণমূল যে যথেষ্ট সমস্যার মুখে পড়বে, তা পরিষ্কার।

স্বভাবতই ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলের অন্দরমহলে গুঞ্জন শুরু হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, চলতি মাসে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কয়লা পাচার কাণ্ডে চার্জশিট পেশ করা হয়, তাহলে সেখানে কার কার নাম থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!