এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত-ভাইসাবের আশীর্বাদে ত্রিপুরাকে এবার স্বর্গরাজ্য করে তোলার দাবি বিপ্লব দেবের

অমিত-ভাইসাবের আশীর্বাদে ত্রিপুরাকে এবার স্বর্গরাজ্য করে তোলার দাবি বিপ্লব দেবের


অমিত-ভাইসাবের আশীর্বাদে ত্রিপুরাকে এবার স্বর্গরাজ্য করে তোলার দাবি বিপ্লব দেবের। মাত্র কয়েক মাস আগেই ত্রিপুরার ক্ষমতায় আসেন বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এরপর থেকেই তাঁর নানারকম বক্তৃতাকে ঘিরে বিরোধী মহলে এবং সোশ্যাল নেটওয়ার্ক সাইটে শুরু হয়েছে নানা হাস্য কৌতুক। ২০১৫ সালে মেঘালয়ে ‘মেঘালয় লাইভলিহুডস অ্যান্ড অ্যাক্সেস টু মার্কেটস’ প্রকল্প চালু হয়। এই প্রকল্প অনুযায়ী পশ্চিম খালি হিলের নোংকিয়েংজে গ্রামে ৪৭০ কেজি প্লাস্টিক সংগ্রহ করে ওই রাস্তাটির কাজ হয় এবং এই পদ্ধতিটি চালু করেন তামিলনাড়ুর রাজাগোপালন বাসুদেবন। কিন্তু সম্প্রতি বিপ্লব দেব তাঁর এক বক্তৃতায় দাবি করেন সদ্য ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ফেলে দেওয়া প্লাস্টিক সরকারিভাবে কিনে এনে এই পদ্ধতিটি চালু করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর কথায়, “আপনি মেঘালয়ে প্লাস্টিকের রাস্তা তৈরি করে গোটা দেশকে পথ দেখিয়েছেন।” অথচ গত মার্চ মাসেই মেঘালয়ের ক্ষমতায় আসেন কনরাড। এদিন বিপ্লববাবু তাঁর বক্তৃতায় জানান, ‘অমিত ভাইসাব’- এর আশীর্বাদে তিনি ত্রিপুরাকে স্বর্গরাজ্য করে তুলবেন। আর তাই মহিলা পুলিশদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ, সরকারি চাকরিতে ইন্টারভিউ বাতিল ও কর্মরত সরকারি চাকরিজীবী মারা গেলে তাঁর বাবা মাকে পেনশন দেওয়া ইত্যাদি নয়া ব্যবস্থার কথা জানান তিনি। এদিন এনসি দেববর্মা গত ২১ বছর ধরে আশ্রিত ব্রু শরণার্থীদের মিজোরামের ফেরত পাঠানোর জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানান। এদিন বিপ্লববাবু অসমের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী ‘ডক্টরেট’ হিমন্তবিশ্ব শর্মার প্রসঙ্গ টেনে এনে বলেন, ”আপনি ত্রিপুরায় জানপ্রাণ দিয়ে পড়ে আমাদের জিতিয়েছেন। এ বার গোটা উত্তর-পূর্বের ‘ডাক্তারি’ আপনার হাতে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!