এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > টিভি বিতর্কে অংশ নিয়ে হার্ট অ্যাট্যাকে মৃত কংগ্রেস মুখপাত্র! অভিযোগের তীর বিজেপির দিকে!

টিভি বিতর্কে অংশ নিয়ে হার্ট অ্যাট্যাকে মৃত কংগ্রেস মুখপাত্র! অভিযোগের তীর বিজেপির দিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রতিদিন সন্ধ্যা ঘনাতে না ঘনাতেই চ্যানেলে চ্যানেলে শুরু হয়ে যায় মারকাটারি তর্কাতর্কি, লড়াই। কখনো সেই তার্কিক আলোচনা সাধারণ মানুষ হাসতে হাসতে মজা নিয়ে দেখে। আবার কখনো তিতিবিরক্ত হয়ে ওঠে। কিন্তু এবার মজা, আনন্দ, বিতর্কের অনেক ওপরে উঠে মানুষের প্রাণ নিলো চ্যানেলের মারকাটারি টকশো বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস মুখপাত্র রাজিব ত্যাগী সম্প্রতি টিভি চ্যানেলের একটি টক শোতে অংশগ্রহণ করেন। যেখানে আলোচনার বিষয় ছিল সদ্য হওয়া ব্যাঙ্গালুরুতে হিংসার ঘটনা।

এই আলোচনায় কংগ্রেসের মুখপাত্র হিসেবে রাজিব ত্যাগী যেমন অংশ নিয়েছিলেন, তেমনই বিজেপির মুখপাত্র হিসেবে ছিলেন সম্বিৎ পাত্র। সূত্রের খবর, ওই চ্যানেলের বিতর্কে অংশগ্রহণ এর সাথে সাথেই অসুস্থ হয়ে পড়েন রাজিব ত্যাগী। তারপর তাঁকে অজ্ঞান অবস্থায় গাজিয়াবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানিয়ে দেন বিতর্কের সময়ে রাজিব ত্যাগীর হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে চিকিৎসার বিশেষ সুযোগ পাওয়া যায়নি বলে জানা গেছে। অন্যদিকে রাজীব ত্যাগী রক্তচাপের সমস্যায় ভুগছিলেন ইদানিং বলে জানা গেছে।

আর রাজীব ত্যাগীর মৃত্যু ঘিরেই এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতিমধ্যে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের করা কটু মন্তব্যকেই দায়ী করেছে কংগ্রেস এই দুর্ঘটনার জন্য। কংগ্রেসের পক্ষ থেকে সম্বিত পাত্রকে গ্রেফতারের দাবি করা হচ্ছে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ইতিমধ্যেই ট্যুইট করে জানিয়েছেন, “টেলিভিশন চ্যানেলের মালিক, সম্পাদক ও অ্যাঙ্করদের এখন ভেবে দেখার সময় এসেছে যে, কেউ কেউ খবর নিয়ে বিতর্ককে অর্থহীন, বিষাক্ত ও জীবনহানিকর জায়গায় নিয়ে যাচ্ছেন। কখনো কখনো শব্দের প্রভাব বুলেটের মত হতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজীবের মৃত্যুর পর এবার কংগ্রেস শিবির থেকে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ানো হচ্ছে, যাতে চ্যানেলগুলি তাঁদের আচরণবিধি কার্যকর করে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল। কংগ্রেস মুখপাত্র জয়বীরের দাবি, টিভি বিতর্কগুলি যেভাবে রেষারেষি করে আলোচনা চালাতে থাকে, অবমাননাকর আক্রমণ করতে থাকে, তা যেকোনো মানুষের শরীরে, মনে মারাত্মক প্রভাব ফেলে। অন্যদিকে কংগ্রেসের আরেক সাংসদ আনন্দ শর্মা এদিন টুইট করেন, “নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের শর্তাবলী যেভাবে যথেচ্ছ লংঘন করা হচ্ছে, তা নিয়ে বিবেচনার সময় এসেছে।”

অন্যদিকে পাল্টা বিজেপি মুখপাত্র সুধাংশ মিত্তল জানিয়েছেন, একইভাবে বিষাক্ত মন্তব্য কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে অনেকেই করে থাকেন চ্যানেলের আসনে বসে। তবে বিশেষজ্ঞদের দাবি, যেকোনো মৃত্যুই দুঃখজনক। অন্যদিকে জানা গেছে, এদিন রাজীব ত্যাগীর মৃত্যুর পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও দলের অন্যান্য নেতা-নেত্রীরাও শোক বার্তা জ্ঞাপন করেছেন। তবে জানা যাচ্ছে, রাজীব গান্ধীর মৃত্যুর জন্য কংগ্রেস মুখপাত্ররা বিজেপি মুখপাত্রদের ঘৃণা ছড়ানোর প্রবণতাকেই দায়ী করেছেন। এই পরিস্থিতিতে এবার টিভি চ্যানেলগুলির শিষ্টাচার নিয়ে কোনো পদক্ষেপ গ্রহন করে কি না কেন্দ্রীয় সরকার, সে দিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!