এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর মুখে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, হাল ছেড়ে দিলেন কি মমতার মন্ত্রী? মন্তব্য ঘিরে জল্পনা

পুজোর মুখে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, হাল ছেড়ে দিলেন কি মমতার মন্ত্রী? মন্তব্য ঘিরে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল। এই বিশেষ টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। শুধু বাংলায় নয় দেশের পাঁচটি রাজ্যে যাবে কেন্দ্রের বিশেষ দল। পশ্চিমবঙ্গ ছাড়া রয়েছে কেরল, রাজস্থান, ছত্তীসগঢ় ও কর্ণাটক। এই পাঁচটি রাজ্যে করোনা সংক্রমণের হার রুখতে সাহায্য করার জন্যই এই বিশেষ টিম সেখানে যাবে।

কিন্তু কেন্দ্রীয় দল বাংলায় আসা নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ওরা যা পারে করুক’। এই মন্তব্যে পরিস্কার কেন্দ্রীয় দল আসা নিয়ে রাজ্য সরকার খুশি নয়। এর আগেও কেন্দ্রের বিশেষ দল বাংলায় এসেছিল,সেবারো রাজ্য সরকারের সঙ্গে ওই দলের মতবিরোধ দেখা দিয়েছিল। তা স্বত্বেও ফের রাজ্যে আসছে কেন্দ্রের বিশেষ দল।

স্বাস্থ্যমন্ত্রকের দাবি, দেশের পাঁচটি রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রকমের আকার ধারণ করেছে। তাই পরিস্থিতি ঘুরে দেখবে কেন্দ্রীয় দল। এই পাঁচটি রাজ্যের রাজ্য সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কেন পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তাঁদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। প্রত্যেক টিমে জয়েন্ট সেক্রেটারি (সংশ্লিষ্ট রাজ্যের নোডাল অফিসার), একজন সরকারি চিকিত্‍সক থাকবেন। রাজ্যগুলি কীভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করছে, কি কি নির্দেশিকা জারি করা হয়েছে, সেসব খতিয়ে দেখা হবে বলে খবর। এছাড়াও এর বাইরে আর কোনও ভাবে রাজ্যগুলিকে চিকিত্‍সা সংক্রাম্ত সহায়তা দেওয়া যায় কীনা, তা দেখবে কেন্দ্রীয় দল।

তবে বাংলায় কেন্দ্রীয় দলের এই পরিদর্শনে আসার বিষয়টি ফের কেন্দ্র রাজ্য জটিলতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ চলতি বছরের এপ্রিল মাসেও বাংলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছিল।তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী নিজের ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রের এই পদক্ষেপ সাংবিধানিক রীতিনীতির পরিপন্থী বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!