এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উচ্চ প্রাথমিকের নিয়োগকে ঘিরে জঙ্গী সংগঠনের হুমকি, দাবি না মানলে হত্যালীলার হুঁশিয়ারি

উচ্চ প্রাথমিকের নিয়োগকে ঘিরে জঙ্গী সংগঠনের হুমকি, দাবি না মানলে হত্যালীলার হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার কলকাতার হরিদেবপুর থেকে তিন জেএমবি জঙ্গির গ্রেপ্তারের পরই টনক নড়েছে গোয়েন্দা ও পুলিশের। আর এবার উচ্চ প্রাথমিকের নিয়োগকে ঘিরে জঙ্গী সংগঠনের হুমকি। গতকাল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রেসক্লাবের সামনে থেকে পাওয়া গেছে একটি সিডি ও চিরকুট। যেখানে জঙ্গী সংগঠন হিজবুল মুজাহিদিনের নাম পাওয়া গেছে। যেখানে হুমকি দিতে দেখা গেছে এক অজ্ঞাত ব্যক্তিকে। তার নিকট আত্মীয় ৬ জনকে চাকরি দেওয়ার দাবি করছে সেই ব্যক্তি। তার দাবি না মানলে উচ্চ প্রাথমিকে রাজ্যের ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থীকে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে। স্বাধীনতা দিবসের দিন থেকে শুরু হবে এই হত্যালীলা।

গতকাল শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার প্রেসক্লাবে এই ধরনের একটি চিঠি ও সিডি পাওয়া যায়। এটি পাওয়ামাত্র সব চ্যানেলে দেখাতে হবে নইলে হিংসার শিকার হবার হুমকি দেয়া হয়েছে। সিডিটি চালালে দেখা যায়, হিজবুল মুজাহিদিনের নাম করে তৌসিব আলি নামে এক ব্যক্তি ভিডিও বার্তায় হুমকি দিচ্ছে। তার নিকট আত্মীয় ৬ জনকে উচ্চ প্রাথমিকে চাকরি দিতে হবে। না হলে উচ্চ প্রাথমিকের ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থীকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। স্বাধীনতা দিবসের দিন থেকেই শুরু হবে এই হত্যালীলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার এ প্রসঙ্গে জানালেন যে, প্রতিদিনের মতো গতকালও তাঁদের সদস্যরা যখন সকালে প্রেসক্লাব খুলতে এসেছিলেন, তখন একটি চিঠি ও তার ভিতরে একটি চিরকুট পান তাঁরা। দেশবিরোধী জঙ্গী সংগঠনের নাম করে সেগুলি পাঠানো হয়েছে। তাঁরা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।

খবর পাবার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই সিডি ও চিঠি নিয়ে যায় পুলিশ। এ প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ষ ভার্মা জানালেন যে, গতকাল সকালে উত্তর দিনাজপুর জেলার প্রেসক্লাবে একটি হুমকি দেওয়া সিডি পাওয়া গেছে। যা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি কড়া হাতে মোকাবেলা করবে পুলিশ। এরপর গোয়েন্দারাও ঘটনাস্থলে আসেন। শুরু হয় তদন্ত।

এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল জানালেন যে, দ্রুত তদন্ত করে এর রহস্য উদ্ঘাটন করুক পুলিশ। গতকালের এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। সম্প্রতি, যেভাবে রাজ্যে জঙ্গিদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছে। সেই অবস্থায় হিজবুল মুজাহিদিনের নামে পাওয়া এই সিডি যথেষ্ট উদ্বেগজনক। পুলিশকেও যা যথেষ্ট ভাবাচ্ছে। পুলিশ ও গোয়েন্দারা দ্রুত নেমে পড়েছেন ঘটনার তদন্তে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!