এখন পড়ছেন
হোম > রাজ্য > ত্রুটিপূর্ন জিএসটির মাধ্যমে হিসেবে বহির্ভূত কালো টাকা খাটানোর ব্যবস্থা হচ্ছে: অমিত মিত্র

ত্রুটিপূর্ন জিএসটির মাধ্যমে হিসেবে বহির্ভূত কালো টাকা খাটানোর ব্যবস্থা হচ্ছে: অমিত মিত্র

এবার ত্রুটিপূর্ণ জিএসটি ব্যবস্থার জন্য হাওয়ালার মাধ্যমে কালো টাকার লেনদেন যে এখনও রয়েই গেছে তা বলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্রের খবর, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আয়োজনে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠানে গতকাল পশ্চিমবঙ্গ দিবস পালনে দিল্লিতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র।

আর সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে ফের খড়্গহস্ত হন তিনি। এদিন অমিত মিত্র বলেন, “তাড়াহুড়ো করে জিএসটি চালু করার জন্যেই এখন রাজ্যের 78 হাজার 929 কোটি টাকা ক্ষতি হয়েছে।” পাশাপাশি নোটবন্দি, ত্রুটিপূর্ণ জিএসটি এবং সরকারের আর্থিক পরিকল্পনা ব্যর্থ জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে 4 লক্ষ 75 হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে 59 মিনিটে কেন্দ্রের পক্ষ থেকে ঋণ দেওয়ার এক নতুন প্রকল্প নেওয়া হলেও এদিন তাকেও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের অর্থমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “এটাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাওতা দেওয়া হচ্ছে। ঋণ কবে পাবে, আদৌ ব্যাংক ঋণ দেবে কিনা! তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েই গেছে।”

অন্যদিকে কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করলেও এদিন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ভূয়শী প্রশংসা করেন অমিত মিত্র। তিনি বলেন গত বছর ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করে 38 হাজার কোটি টাকার ঋণ দেওয়া টার্গেট থাকলেও মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উদ্যোগে তা আমাদের রাজ্যে 44 হাজার কোটি টাকায় পৌঁছেছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি এখনও পর্যন্ত 9 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এসেছে বলেও এদিন জানান রাজ্যের অর্থমন্ত্রী। সব মিলিয়ে দিল্লির মাটিতে দাঁড়িয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে চওড়া করে নিজের রাজ্যের চাঙ্গা অর্থনীতির ছবি স্পষ্ট করে তুলে ধরলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!