এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার লক্ষ্যে আড়াই বছর পর তৃণমূলের মেগা বৈঠক ঘিরে তীব্র জল্পনা শুরু শাসকদলের অন্দরেই

বিধানসভার লক্ষ্যে আড়াই বছর পর তৃণমূলের মেগা বৈঠক ঘিরে তীব্র জল্পনা শুরু শাসকদলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘ আড়াই বছর ধরে কোনো কমিটি ছিল না। অবশেষে সোমবার পুরুলিয়া জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠক হতে চলেছে। আর নতুন এই কমিটির বৈঠক ঘিরে এবার তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা।সূত্রের খবর, সোমবার নতুন এই জেলা কমিটির বৈঠকে 186 জন সদস্য ছাড়াও সমস্ত ব্লক এবং সহ-সভাপতিরা উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনের আগে নতুন করে এই জেলা কমিটির বৈঠকে আগামী দিনের রণনীতি ঠিক হতে পারে বলে মনে করা হচ্ছে।

বস্তুত, গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া সহ জঙ্গলমহলের একাধিক জেলায় তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি। আর তারপরেই সাংগঠনিক রদবদলের ওপর জোর দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূলের পুরুলিয়া জেলার নতুন জেলা কমিটি ঘোষণা হয়েছে। প্রায় আড়াই বছর পর সেই কমিটির বৈঠক হতে চলেছে আগামী সোমবার। ফলে নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল সমর্থক প্রত্যেকেই নতুন এই কমিটির বৈঠক ঘিরে আশায় রয়েছেন।

জানা গেছে, সোমবারের বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়াও দলের ভেতরে কোনোরূপ গোষ্ঠী কোন্দল যাতে না হয়, কেউ যাতে দলের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য না করেন, তার ব্যাপারেও সকলকে কড়া বার্তা দেওয়া হতে পারে বলে খবর। অর্থাৎ আগামী নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করার ওপর জোর দেওয়া এবং দলের শৃঙ্খলা রক্ষাই যে তৃণমূলের কাছে এখন প্রধান বিষয়, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী সোমবারের এই বৈঠক প্রসঙ্গে এদিন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, “সোমবার দলের পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে। গত 2018 এর গোড়ায় পঞ্চায়েত ভোটের আগে শেষবার এই বৈঠক হয়েছিল। সবাইকে বলা হয়েছে, এক সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। কোনোরকম গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ আগামী বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করা‌। যেভাবে বিজেপির প্রভাব দিনকে দিন বাড়তে শুরু করেছে, তাতে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া এবং স্বচ্ছ মুখ সংগঠনে আনা ছাড়া তৃণমূলের কাছে বিকল্প কোনো উপায় নেই। আর তাই বিভিন্ন জেলায় নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে এখন সেই কমিটিকে ময়দানে নামিয়ে আরও বেশি করে আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে পৌঁছতে নানা রকম রাজনৈতিক কর্মসূচি নিতে শুরু করেছে ঘাসফুল শিবির।

আর তাই দীর্ঘ বছর ধরে কমিটি না থাকা পুরুলিয়া জেলায় তৃণমূলের নতুন কমিটি গঠন হওয়ার সাথে সাথেই সোমবার তারা বৈঠকে বসতে উদ্যোগী হল। তবে পুরুলিয়া জেলা তৃণমূলের এই নতুন কমিটি আগামী সোমবার বৈঠকে বসে নতুন কোনো সিদ্ধান্ত নেন কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!