এখন পড়ছেন
হোম > জাতীয় > নোয়াপাড়া ও উলুবেড়িয়া উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক দিল তৃণমূল কংগ্রেস

নোয়াপাড়া ও উলুবেড়িয়া উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক দিল তৃণমূল কংগ্রেস

সদ্য গতকাল নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর প্রত্যাশামত আজ দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর প্রত্যাশা মতোই সবংয়ের মত এই দুই কেন্দ্রেও পরিবারতন্ত্রের উপর আস্থা রাখতে চলেছে শাসকদল। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রয়াত দলীয় সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভাটপাড়ার বিধায়ক তথা দলের তরফে নোয়াপাড়াতে নির্বাচনের দায়িত্ত্ব পাওয়া অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিংকে প্রার্থী করল তারা। সুনীলবাবু বর্তমানে নোয়াপাড়া বিধানসভা এলাকার গাড়ুলিয়া পুরসভার পুরপ্রধান পদে রয়েছেন।

আরও পড়ুন – উলুবেড়িয়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার প্রাথমিক ওপিনিয়ন পোল

আজ বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রার্থী ঘোষণা করে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, সবদিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমেই ওই দুজনকে প্রার্থী করা হয়েছে। সাজদা আহমেদ শুধু সুলতান আহমেদের স্ত্রী নন, তিনি তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী, এলাকাটাও ভালভাবে বোঝেন। আর সুনীল দক্ষ সংগঠক, এলাকায় ওঁর জনপ্রিয়তাও রয়েছে। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছেন। সম্প্রতি সবং নির্বাচনে আমরা ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছি। আশা করি, এই দুটি উপনির্বাচনে আমরা আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হব।

আরও পড়ুন – নোয়াপাড়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার প্রাথমিক ওপিনিয়ন পোল

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!