এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চাপানউতোর তুঙ্গে ! অভিযোগ তৃণমূল এবং বিজেপির একে অপরকে !

চাপানউতোর তুঙ্গে ! অভিযোগ তৃণমূল এবং বিজেপির একে অপরকে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের উপনির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরেই পারদ চড়ছে, আর গতকাল সম্পূর্ণ হলো উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব । রাজ্যে চারটি কেন্দ্রে চলেছে উপনির্বাচন। যে চারটি কেন্দ্রে উপনির্বাচন সম্পূর্ণ, তার মধ্যে রয়েছে গোসাবা, শান্তিপুর, দিনহাটা এবং খড়দা। তবে এই চারটি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যেই স্পর্শকাতর কেন্দ্র বলে খড়দা এবং দিনহাটাকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে রাজ্যের করোনা পরিস্থিতি এবং সুষ্ঠুভাবে ভোট করানোর কথা মাথায় রেখেই যথাযথ নিয়ম মেনে  কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখা হয়েছে নজরদারি বাড়াতে।

খড়দা কেন্দ্র স্পর্শকাতর হওয়ায় ইতিমধ্যেই ওই কেন্দ্রে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। কিন্তু আশঙ্কা অনুযায়ী খড়দা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা চরমে উঠেছে। বিভিন্ন ঘটনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখা গিয়েছে, অন্যদিকে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সোজাসুজি কেন্দ্রীয় বাহিনীর দিকেই অভিযোগের আঙুল তুললেন। বিজেপির অভিযোগ, খড়দা বিধানসভা কেন্দ্রে 192 নম্বর বুথে যখন বিজেপি প্রার্থী জয় সাহা ঢুকতে যান তখন তাকে বাধা দেওয়া হয় এবং বাধা দেয় তৃণমূল কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে খড়দার বিজেপি প্রাথী জয় সাহা জানিয়েছেন, বুথের সামনে তৃণমূল কর্মীরা জমায়েত করেছিল। তিনি বাধা দিতে যাওয়ায় তাঁর দিকেই সবাই তেড়ে আসে এবং গো-ব্যাক স্লোগান দিতে শুরু করে। বিজেপি প্রার্থী তাঁর অভিযোগ নির্বাচন কমিশনে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে কমিশনে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো মাত্রই নির্বাচন কমিশনের কর্তারা রিপোর্ট তলব করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে খড়দার হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সকালবেলাতে তাঁর ভোটকেন্দ্র কল্যাণনগর বিদ্যাপীঠে যখন ঢুকতে যান, তখন তাঁকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাধা দেয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

পাশাপাশি তিনি আরো জানান, ভোট দিতে গেলে ভোটারদের কাছে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চাইছে নিরাপত্তাকর্মীরা। শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভ্যাকসিন সার্টিফিকেট দেখার কোনো এক্তিয়ার নেই। সবমিলিয়ে গতকাল দিনের শুরু থেকেই খড়দার উপনির্বাচন নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর বৃদ্ধি পেয়েছে। তবে ভোট পর্ব  মিটলেও ভোটের ফলাফল নিয়ে নজর রাখছে সকলেই ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!