এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উস্কানি দিচ্ছেন মমতা? টাইট দিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী! বড় দাবি শুভেন্দুর!

উস্কানি দিচ্ছেন মমতা? টাইট দিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী! বড় দাবি শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু ধর্মে ধর্মে কি করে বিভেদ লাগানো যায় এবং কি করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে ক্ষমতায় টিকে থাকা যায়, সব সময় সেই চেষ্টা করেন। কিন্তু এতদিন মানুষকে কালো চশমা পড়িয়ে রেখে বোকা বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। কিন্তু যত দিন যাচ্ছে, যত এই সরকারের মুখোশ খুলে যাচ্ছে, ততই বোঝা যাচ্ছে যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তোষণ করতে জানেন এবং সাম্প্রদায়িক বিভেদের মধ্যে দিয়ে রাজ্যের সর্বনাশ করতে তৎপর। কি দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেদিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, যেদিন হিন্দু সনাতনীরা তাদের বহুদিনের প্রতীক্ষিত আশা পূরণের পথে অযোধ্যায় যাচ্ছেন, ঠিক সেদিন সর্বধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে সংহতি মিছিল করার! আসলে আর কিছু নয়। নুপুর শর্মার মত, সিএএএর মত যাতে আবার পশ্চিমবঙ্গে একটা অশান্তি তৈরি হয়, হিন্দু সনাতনীরা যাতে এই রাজ্যে ভালো থাকতে না পারে, তার জন্যই হয়ত তৃণমূল নেত্রীর এই চেষ্টা। বিরোধীরা তেমনটাই দাবি করছে। আর এই পরিস্থিতিতে এবার এই অশান্তিকে আটকানোর জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে টাইট দিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন রাম মন্দির উদ্বোধনের আনন্দে যখন সকলে ভাসছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক সেই 22 জানুয়ারি সংহতি মিছিল করার কথা জানিয়েছেন‌ তার দলের পক্ষ থেকে নাকি এই মিছিল অনুষ্ঠিত হবে সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষদের নিয়ে‌। শুধু কলকাতায় নয়, প্রত্যেকটি জেলা এবং ব্লকে ব্লকেও এই মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু একটু রাজনৈতিক দল হিসেবে তিনি মিছিল করতেই পারেন, কিন্তু এমন একটি দিনকে বেছে নিয়ে তিনি কি ইচ্ছে করেই গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন না? এদিন এই ব্যাপারে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই রাজ্যে অতীতে সিএএ এবং নুপুর শর্মা ইস্যুতে যেভাবে ভয়াবহ ঘটনা ঘটেছে, এক্ষেত্রেও হয়ত তেমনটাই হবে। তাই স্পর্শকাতর এলাকাগুলিতে আমি রাজ্যপালের কাছে অনুরোধ করব, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। এই রাজ্যের শাসকদলের মুখিয়া সেই দিন এই সমস্ত কাজ করতে চাইছেন।” একাংশের মতে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো সবসময় ভোটব্যাংক বোঝেন। তাই তিনি বুঝতে পেরেছেন যে, তার আর বেশি দিন ক্ষমতা উপভোগ করা সম্ভব হবে না। ফলে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যখন সর্বত্র উৎসবের আবহ, তখন তাকে ম্লান করে দিতে সেই দিন একটা রাজনৈতিক মিছিল করে বাংলার পরিস্থিতিকে নিজেই উত্ত্যক্ত করে খবরের শিরোনামে টিকে থাকতে চাইছেন। আর সেই কারণেই তার এই ধরনের গণতন্ত্র ধ্বংসের কার্যকলাপ বলেই দাবি একাংশের।

বিজেপির দাবি, শুভেন্দু অধিকারীর বক্তব্য একদম সঠিক। যদি বাংলার পরিবেশকে শান্ত রাখতে হয়, যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বাড়াবাড়ি আটকাতে হয়, তাহলে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। রাজ্য পুলিশ দলদাস, এটা আজকে নতুন করে বলতে হবে না। তাই সরকারি সম্পত্তিকে ভাঙচুর করে, বাংলার মানুষকে হেনস্থা করে বাংলার গতিকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনে তার গাত্রদাহ হচ্ছে। তাই সেদিন সংহতি মিছিল করে আরও একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন তিনি বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এই রাজ্যের পুলিশ যতটা দলদাস হয়ে গিয়েছে, তাতে আগামী দিনে ক্ষমতার পরিবর্তন হলেও তাদের কতটা হুশ ফিরবে, সেটাই একটা বড় প্রশ্ন। কারণ খুব বাজে প্র্যাকটিস এই রাজ্যের পুলিশ মন্ত্রী তৈরি করে দিয়ে গেছেন। পুলিশের কাজ আজকে অপরাধী ধরা নয়, পুলিশের কাজ তৃণমূলের চোর ডাকাতদের বাঁচানো এবং বিজেপির হাতে যাতে বাংলার চলে না যায়, তার জন্য তৃণমূলের ভোটব্যাংক সুরক্ষিত রাখা। আর সেটা করতে গিয়ে আরও একটা ভুল কাজ করে বসছেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। তিনি ভুলে গিয়েছেন, তিনি একটি দলের দায়িত্বে যেমন রয়েছেন, ঠিক তেমনই তিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান। তার পক্ষ থেকে এমন কাজ করা উচিত নয়, যাতে বাংলার সম্প্রীতি নষ্ট হতে পারে, চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন হিন্দু সনাতনীরা। স্বাভাবিক ভাবেই বাংলার মানুষকে বাঁচানোর জন্য, এই সর্বনাশী সরকারের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রয়োজন কেন্দ্রীয় বাহিনীর। স্বাভাবিক ভাবেই রাজ্যপাল অতীত দেখে অন্তত সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলার সর্বনাশ আটকাতে এবার অন্তত এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে টাইট দেওয়ার জন্য একটা কঠোর পদক্ষেপ অত্যন্ত প্রয়োজন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!