এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশে ক্রমশ বিপদ বাড়ছে বিজেপির, দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার

উত্তরপ্রদেশে ক্রমশ বিপদ বাড়ছে বিজেপির, দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর যে কটি রাজ্যে নির্বাচন রয়েছে, তার অন্যতম হলো উত্তর প্রদেশ। এই উত্তর প্রদেশ বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনপ্রিয়তার উপর ভরসা করেই উত্তরপ্রদেশের শাসন ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা রয়েছে বিজেপির। কিন্তু জানা যাচ্ছে, দিনে দিনে যোগী আদিত্যনাথ সরকারের ওপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। বিরোধীদের দাবি, একাধিক প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উত্তরপ্রদেশ সরকার। সে কারণেই দিনে দিনে মানুষ বীতশ্রদ্ধ হয়ে উঠছেন এই সরকারের প্রতি। বিশেষ সূত্রের দাবি, উত্তরপ্রদেশে ব্রাহ্মণ সমাজ দিনে দিনে ক্ষুব্দ হয়ে উঠছে এই সরকারের প্রতি।

উত্তরপ্রদেশের বিজেপির একটা বড়সড় ভোটব্যাঙ্ক বলে পরিচিত হলো ব্রাহ্মণ সমাজ। যারা ঢেলে সমর্থন জানিয়েছিলেন যোগী আদিত্যনাথকে। কিন্তু বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে, যোগী আদিত্যনাথ সরকারের ওপর দিনে দিনে বাড়ছে উত্তরপ্রদেশের ব্রাহ্মণ সমাজের ক্ষোভ। অভিযোগ করা হয়েছে, বিজেপি শাসনে বহু ব্রাহ্মণকে হত্যা করা হয়েছে। গ্যাংস্টার বিকাশ দুবে যাদের মধ্যে অন্যতম। দিনেদিনে কোণঠাসা হয়ে পড়ছে ব্রাহ্মণ সমাজ। ব্রাহ্মণ সমাজের অভিযোগ, চার বছরে প্রায় ৫০০ জন ব্রাহ্মণকে এই রাজ্যে হত্যা করা হয়েছে। এ কারণেই ধীরে ধীরে ব্রাহ্মণদের হাত ধরার সম্ভাবনা রয়েছে বিরোধী দলগুলোর সঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যোগী আদিত্যনাথের পরিবর্তে এবার অখিলেশ যাদরের ওপরে আস্থা বাড়ছে ব্রাহ্মণদের। সমাজবাদী পার্টি এই খবর পাওয়ার পরেই বিষয়টিকে একেবারে লুফে নিয়েছে। আবার ব্রাহ্মণদের কাছে টানার চেষ্টা করছে বহু জন সমাজ পার্টিও। ইতিমধ্যেই সমাজবাদী পার্টির পক্ষ থেকে সে রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কংগ্রেস ক্ষমতায় এলে ব্রাহ্মণ প্রতিনিধিদের অধিক পরিমাণে মন্ত্রিসভায় স্থান দেয়া হবে। এই সমস্ত কিছুর কারণে উত্তরপ্রদেশে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে ব্রাহ্মন সমাজ বিজেপির দিক থেকে। এমনটাই দাবি বিরোধীদের।

তবে, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি হাত গুটিয়ে বসে নেই। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রচারের কাজে নামতে চলেছে বিজেপি। জানা গেছে, উত্তরপ্রদেশের সাতজন নেতা-নেত্রীকে সম্প্রতি মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই দলের প্রচার শুরু করবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই সাতজন মন্ত্রীকে নিয়ে জন আশীর্বাদ যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। উত্তরপ্রদেশে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করবেন মন্ত্রীরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!