এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাইপোর হাওয়া বেড়িয়ে গেল? রক্ষাকবচ নিয়ে শেষমেষ ইডির দপ্তরে যুবরাজ!

ভাইপোর হাওয়া বেড়িয়ে গেল? রক্ষাকবচ নিয়ে শেষমেষ ইডির দপ্তরে যুবরাজ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ জল্পনার পর অবশেষে ইডির দপ্তরে পৌঁছে গেলেন আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে আজ তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই তলবের পরেই নিজের এক্স হ্যান্ডেলে গুণধর ভাইপো অবশ্য জানিয়ে দিয়েছিলেন, তিনি নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার!

অবশেষে তিনি সেখানে গেলেন। কিন্তু গ্রেফতারের একটা ভয় যে তার মনের মধ্যেও রয়েছে, তা পরিষ্কার। তাই যাওয়ার আগের দিন রীতিমতো মৌখিক রক্ষাকবচ নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে হল তাকে।প্রসঙ্গত উল্লেখ্য, ইডি দপ্তরে হাজিরা দেওয়ার আগের দিনেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শেষ পর্যন্ত সেখানে রক্ষাকবচ পেয়ে তার স্বস্তি হয়েছে।

অবশেষে তিনি ইডি দপ্তরে গিয়েছেন। কিন্তু সকলের একটাই প্রশ্ন, যে মানুষটি বারবার বলেন, দুর্নীতিতে জড়িত থাকলে তাকে যেন ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হয়, তার জেরায় যেতে এত ভয় কিসের! তাহলে কিসের বীর তিনি! ইডির এক ডাকেই কি তার সব বীরত্ব ঘুচে গেল? একাংশের দাবি, ভাইপো নিজেও জানে, তিনি কিভাবে কিসের সঙ্গে জড়িত! হয়ত সেই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেও রয়েছে। আর তার ওপর ভর করে জেরাতেই তার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। তাই সেই আশঙ্কা যাতে বাস্তব না হয়, তার জন্যই এই রক্ষাকবচ।

বিরোধীদের কটাক্ষ, আপাদমস্তক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে গোটা তৃনমূল দল। কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ন ভদ্র একাধিক গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন বলে খবর। আর সেই কারণেই ঘুম উড়তে শুরু করেছে শাসক দলের। তাই মুখে বড় বড় কথা বললেও তৃনমূলের শীর্ষ স্তরের একাংশ যুবরাজকে নিয়ে অত্যন্ত ভয় রয়েছেন। তাই জেরার মুখোমুখি হতে গিয়ে যেন তাকে গ্রেফতার না করে নেওয়া হয়, তার জন্যই বিপদমুক্ত হওয়ার এই পদ্ধতি বলেই দাবি একাংশের।

পর্যবেক্ষকদের মতে, রক্ষাকবচ নিয়েই যদি জেরার মুখোমুখি হতে হয় তাহলে এত বড় বড় কথা আসে কি করে? এত বীরত্ব কিভাবে দেখান তৃণমূলের এই যুবরাজ! তিনি নাকি সততার প্রতীক! এক পয়সাও দুর্নীতির সঙ্গে নাকি তিনি জড়িত নন, এই সমস্ত বড় বড় কথার হাওয়া বেলুন এক মিনিটেই ফুস হয়ে গেল! ফলে ইডির মুখোমুখি হয়তো বা গেলেন তৃণমূল নেতা কিন্তু যে বীরত্ব এবং বড় বড় বক্তব্য তিনি রাখেন, তার যে দুই পয়সাও দাম নেই, তা স্পষ্ট হয়ে গেল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!