এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “ভালো খবর পেয়েছেন তো!…” তৃণমূলের রাতের ঘুম ছোটালেন শুভেন্দু!

 “ভালো খবর পেয়েছেন তো!…” তৃণমূলের রাতের ঘুম ছোটালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের শাসক দল পুলিশ দিয়ে ভোট করাতে করাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারা কোনো মতেই মানুষের ভোটে জিততে পারবে না, এটা তারা নিজেরাও জানে। তাই লোকসভার ভোটেও তারা অবৈধভাবে ভোট করার প্রচুর চেষ্টা হয়ত করছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যের প্রত্যেকটি বুথে প্রথম দফা থেকেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী কমিশন দিতে পারবে না বলে তৃণমূলের একটা অংশ মনে করলেও, শেষ পর্যন্ত একেবারে আরামবাগের সভায় বড় খবর দিয়ে শাসক দলকে ধাক্কা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন আরামবাগের সভায় জনতার উদ্দেশ্যে বড় খবর দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ভালো খবর পেয়েছেন তো? পেয়েছেন তো ভালো খবর! প্রথম দফা থেকেই ১০০ শতাংশ প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।” একাংশ বলছেন, এখানেই কিন্তু বিরোধীরা বড় জয় পেয়ে গেল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের কাছে প্রত্যাশা ছিল রাজ্যের প্রত্যেকটি মানুষের যে, শান্তিপূর্ণভাবে যেন ভোট হয়। রাজ্য পুলিশ যেন কোনোভাবেই বুথের আশেপাশে যেতে না পারে। আর সেটাই শেষ পর্যন্ত ফলপ্রসূ করতে এবং শান্তিপূর্ণ-অবাধ নির্বাচন করতে বাংলার ক্ষেত্রে প্রত্যেকটি বুথে প্রথম দফা থেকেই কেন্দ্রীয় বাহিনী সিদ্ধান্ত নিয়ে বাংলার গণতন্ত্রকে পুনরুদ্ধার করার পথে হাঁটলো নির্বাচন কমিশন। আর সেই কথাই তুলে ধরে তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!