এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > ভারী বর্ষণ উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমলেও বৃষ্টি কবে ? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস !

ভারী বর্ষণ উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমলেও বৃষ্টি কবে ? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রবল বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জলমগ্ন হয়ে কার্যত বানভাসি দশাতে পরিণত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটক স্থান থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা । তবে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির কোন প্রাদুর্ভাব দেখা যাচ্ছিলোনা বেশ কিছুদিন থেকে যার জেরে প্রচন্ড গরমের অস্বস্তিকর অবস্থায় দিন কাটাচ্ছে দক্ষিণবঙ্গের সাধারন মানুষ । শেষমেষ এবার পাওয়া গেল  স্বস্তির খবর , জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা । গত দুদিন ধরেই মৌসুমী বায়ুর প্রবেশ ঘটায় আগেই তুলনায় সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু যার ফলেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ ঘটবে বলে এমনটা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আসতে চলেছে দক্ষিণ বঙ্গে বর্ষা, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে শুরু হয়েছে মেঘের আনাগোনা । জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে সাময়িকভাবে হলেও তাপমাত্রা কিছুটা কম অনুভব করতে পারবে শহরবাসী ।  আজ রবিবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্বাভাবিক থেকে ২ ডিগ্রি কম । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গতকাল বিকেল থেকে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান জেলায় হাল্কা থেকে মাঝারি বর্ষণ হয়েছে ফলে তাপমাত্রার সামান্য পতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই খুব একটা স্বস্তি মিলবে না । হাওয়া অফিস সূত্র জানাচ্ছে এই মুহূর্তে বর্ষার আগমনীর বার্তা থাকলেও বর্ষা নিয়ে খুব একটা সুখকর খবর শোনা যাচ্ছেনা দক্ষিণবঙ্গের জন্য কারণ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সেরকমভাবে প্রবেশ করলেও এখনো পর্যন্ত সক্রিয় হয়ে উঠতে পারেনি বর্ষার জন্য যার ফলে স্বাভাবিক বর্ষণের ঘাটতির আশঙ্কা করছে হাওয়া অফিস  ।সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কতটা দ্রুত সক্রিয় হয়ে ওঠে দক্ষিণবঙ্গে স্বস্তির বর্ষণ ঘটে সে দিকেই নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!