এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভেস্তে যাবে মমতার বিরোধী বৈঠক, আগাম ইঙ্গিত দিলেন এই হেভিওয়েট!

ভেস্তে যাবে মমতার বিরোধী বৈঠক, আগাম ইঙ্গিত দিলেন এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাষ্ট্রপতি নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছেন তিনি। যদিও বা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই বৈঠক থেকে লাভের লাভ কিছুই হবে না। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে গিয়ে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, ঠিক তখনই তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা, উনি প্রধানমন্ত্রী হবেন। শিবসেনা বলে দিয়েছে, তারা এই বৈঠকে অংশগ্রহণ করবেন না। রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে যে পরিকল্পনা করা হচ্ছে, সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক স্ট্যান্ট। বাংলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা বাংলাকে নিয়ে বেশি চিন্তিত।”

একাংশের মতে, বিজেপির রাজ্য সভাপতি এই বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোটের স্বপ্নকে ভেস্তে দেওয়ার চেষ্টা করলেন তিনি। তিনি বুঝিয়ে দিলেন যে, এই সমস্ত কিছু করে কোনো লাভ হবে না। যার ফলে তৃণমূল নেত্রী অনেকটাই চাপের মুখে পড়ে গেলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!