এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বাংলার এই ভারী শিল্পও এবার বেসরকারি হাতে যেতে চলেছে? চূড়ান্ত জল্পনা-বিতর্ক শুরু রাজ্য জুড়ে

বাংলার এই ভারী শিল্পও এবার বেসরকারি হাতে যেতে চলেছে? চূড়ান্ত জল্পনা-বিতর্ক শুরু রাজ্য জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বেসরকারিকরণের তালিকায় আশ্চর্যজনক ভাবে উঠে এসেছে দুর্গাপুর ইস্পাত কারখানার নাম। বিলগ্নীকরণ এর তালিকাতে দুর্গাপুর ইস্পাত কারখানার নাম দেখে আতংকিত ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন দুর্গাপুরের কারখানার শ্রমিক বর্গ। ক্ষুব্ধ সমস্ত শ্রমিক সংগঠন, ক্ষোভ- বিক্ষোভের আঁচ কারখানার চার্ দেয়াল ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সমগ্র ইস্পাত নগরীতে। বিক্ষোভ ও প্রতিবাদ লক্ষ্য করে শেষ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে চিঠি লিখে এ বিষয়ে বিশদ জানার আগ্রহ প্রকাশ করলেন বর্ধমান- দুর্গাপুর বিজেপি সংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

প্রসঙ্গত, অল্প কিছুদিন আগেই, তথ্য জানার অধিকার আইনে চণ্ডীগড়ের জনৈক ব্যক্তি বেসরকারিকরণের তালিকাভুক্ত হওয়া সমস্ত রাষ্ট্রীয় সংস্থার নাম জানতে চেয়ে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নিকট। গত ২৪ সে আগস্ট কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্ত ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজেমেন্ট তাঁকে বিলগ্নীকরণ এর তালিকায়ভুক্ত ২৬ টি রাষ্ট্রীয় সংস্থার নাম জানায়। বিলগ্নিকরণের এই তালিকায় রয়েছে ভদ্রাবতী স্টিল প্লান্ট, দূর্গাপুর স্টিল প্লান্ট এর নাম। প্রসঙ্গত বছর তিনেক আগেই ভদ্রাবতী ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট, সালেম, দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে বেসরকারিকরণ শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রমিক সংগঠনের চাপে পরে দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে বেসরকারিকরণ স্থগিত করে দেওয়া হয়। কিন্তু এবারের বেসরকারিকোনের তালিকায় দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের পরিবর্তে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর নাম এসে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর কর্মরত শ্রমিকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিলগ্নীকরণ এর এই তালিকায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর নাম দেখে শ্রমিকদের ক্ষোভ, বিক্ষভ , প্রতিবাদের আঁচ সম্পূর্ণ দুর্গাপুর শহরে ছড়িয়ে পড়েছে। এই বিক্ষভের মাত্রা লক্ষ্য করে বর্ধমান-দুর্গাপুর সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া অর্থমন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজেমেন্ট বিভাগের যুগ্ম সচিবের কাছে এই বিষয়টি জানতে আজ এই বিষয় নিয়ে একটি চিঠি লিখেছেন। এ প্রসঙ্গে সাংসদ জানিয়েছেন, ” ডিএসপি কারখানা ও ইস্পাতনগরীতে এই তালিকা নিয়ে চরম বিভ্রান্তি ছড়িয়েছে। শ্রমিক ও তাঁদের পরিবার আতঙ্কিত। আমি অর্থ মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে ফোনে কথা বলে তারপরই লিখিতভাবে তাঁদের বিষয়টি দ্রুত স্পষ্ট করার আবেদন করেছি।”

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর নাম বেসরকারিকরণের তালিকায় দেখে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শ্রমিক সংগঠন সিটু, আইএনটিটিইউসি, বিএমএসও। এ প্রসঙ্গে সিটুর যুগ্ম-সম্পাদক সৌরভ দত্ত বলেছেন, ” প্রথমে এক নাম তো পরে অন্য। গুরুত্বপূর্ন বিষয়ে একটা সরকার কতটা উদাসিন হতে পারে এটা তার প্রমান। আমরা সেইলের কাছে এর সদুত্তর চাইব।” এ বিষয়ে প্রতিবাদ জানালেন, বিএমএসের সাধারন সম্পাদক মানস চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের কাছে বিলগ্নিকরণের সমস্ত বিষয়টি স্পষ্ট করে জানবার দাবি তুলেছেন তিনি। আবার বেসরকারিকরণের তালিকাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর নাম রেখে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন
আইএনটিটিইউসির নেতা জয়ন্ত রক্ষিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!