এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিদ্যাসাগরের মূর্তি নাকি বিজেপি ভেঙেছে! মমতার বক্তব্যকে মিথ্যা বলে প্রমাণ দিলেন তাপস!

বিদ্যাসাগরের মূর্তি নাকি বিজেপি ভেঙেছে! মমতার বক্তব্যকে মিথ্যা বলে প্রমাণ দিলেন তাপস!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝেমধ্যেই দাবি করেন, বিজেপির একটি রোড শোর সময় নাকি বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙা হয়েছে। বিজেপি নাকি বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করেছে। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাক্তন সৈনিক তাপস রায়ের মুখে শোনা গেল ভয়ংকর কথা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে মিথ্যে বলে দাবি করে কে সেই মূর্তি ভেঙেছে, তার তথ্য ফাঁস করে দিয়ে তৃণমূলের চাপ বাড়িয়ে দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত, এদিন উত্তর কলকাতায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিজেপির বিরুদ্ধে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার অভিযোগকে নস্যাৎ করে দেন তিনি। তাপস রায় বলেন, “বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গেনি। যে ভেঙেছে, তাকে আমি চিনি। উত্তর কলকাতায় থাকে, ৩৮ নম্বর ওয়ার্ডে থাকে। এখন তৃণমূলের প্রার্থীর সঙ্গে ঘোরাফেরা করছে।”

অর্থাৎ বোঝাই যাচ্ছে, তাপস রায়ের বক্তব্য অনুযায়ী যে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে চাপে ফেলার জন্য তাদের বিরুদ্ধে একটা মিথ্যে কথা বলে বাংলার মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আর ভোটের মধ্যে তাপস রায়ের এই বক্তব্য রীতিমত তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপকে দ্বিগুণভাবে বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!