এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কি এবার সুপ্রীম কোর্টে?

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কি এবার সুপ্রীম কোর্টে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে। আর তাই নিয়েই ক্রমশ বাড়ছে চাপানউতোর। রাজ্য সরকার ইতিমধ্যেই হাইকোর্টের কাছে দ্বিতীয়বার সুযোগ চেয়েছিল রাজনৈতিক হিংসা সংক্রান্ত সমস্যা সামাল দেওয়ার। কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারকে আর কোন বাড়তি সুযোগ দিতে রাজি নয়। সেক্ষেত্রে হাইকোর্টের কাছে মুখ পুড়েছে রাজ্য সরকারের বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। এই অবস্থায় মনে করা হচ্ছে, রাজ্য সরকার এবার হাইকোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টে মামলা করতে পারে।

তাই আগেভাগেই জনস্বার্থ মামলার আইনজীবীরা সাবধানতা হেতু ক্যাভিয়েট দাখিলের সম্ভাবনা জারি রাখলেন। ইতিমধ্যেই অবশ্য শীর্ষ আদালতে একটি ক্যাভিয়েট দাখিল হয়ে গিয়েছে বলে জানান জনস্বার্থ মামলার আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। প্রসঙ্গত ক্যাভিয়েট হল আইনি পরিভাষায় যাকে বলে একপাক্ষিক বিচার করে যাতে কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, তারই পদক্ষেপ। যারা ক্যাভিয়েট দাখিল করে, তাঁদেরকে শুনানির সময় উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে রাজ্য সরকার যদি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে, তার আগে ক্যাভিয়েট দাখিল করলে বিপরীত পক্ষ সেই শুনানিতে থাকবে। যদিও রাজ্য সরকারের পক্ষ হাইকোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপার নিয়ে কিছু বলা হয়নি। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন ইতিমধ্যেই তাঁদের কাজ শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, একটি কমিটি তৈরি হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের পৃষ্ঠপোষকতায় এবং এই কমিটি রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসার ব্যাপারটি পুরোপুরি তদন্ত করে দেখবে।

পাশাপাশি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক হিংসা চলাকালীন যেসব অফিসাররা নিষ্ক্রিয় হয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মানবাধিকার কমিশনকে আগামী 30 তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত নজর জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে কোন তথ্য উঠে আসে সেদিকে। পাশাপাশি আগামীদিনে রাজ্য সরকারের আইনি জটিলতা হেতু অস্বস্তি যা আরও বাড়বে, সেকথা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!