এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলে ব্যাখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলে ব্যাখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যের ভোট পরবর্তীকালে রাজনৈতিক হিংসা নিয়ে বারংবার সরব হয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে একাধিক অভিযোগ তুলেছে বিজেপি। একই সাথে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ শোনা গিয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরের গলাতেও। এমনকি রাজ্যপাল নিজে হিংসা কবলিত জায়গাগুলি পরিদর্শন করেছেন। আর তারপরেই একের পর এক পিটিশন দাখিল করা হয় হাইকোর্টে। দীর্ঘ শুনানির পর আজকে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই রায়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কার্যত হাইকোর্ট রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্তভার তুলে দিয়েছে এবার সিবিআই এর হাতে। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে তিন আইপিএসকে নিয়ে সিট গঠন করলেও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলি সিট তদন্ত করবে বলে জানিয়েছে হাইকোর্ট। আর হাইকোর্টের এই রায় যে কার্যত তৃণমূল সরকারকেই অস্বস্তিতে ফেলল, তা নিয়ে দ্বিমত রাখছে না রাজনৈতিক মহল। এই রায় নিয়ে ইতিমধ্যেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজনোইতিক মহলে। অন্যদিকে আজকে হাইকোর্টের রায় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন। কার্যত তিনি বিস্ফোরক অভিযোগ করে জানান, পশ্চিমবঙ্গের শাসক দল রাজনৈতিক হিংসার পরীক্ষাগার বানিয়েছে বাংলাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি, শুভেন্দু অধিকারী আজকে হাইকোর্টের রায় প্রসঙ্গে বিচার বিভাগকে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশের বিচারবিভাগ যে সংবিধান এবং গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তিশালী স্তম্ভ তা প্রমাণিত হয়েছে আজকে হাইকোর্টের রায়ে। অন্যদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যেতে পারে রাজ্য সরকার বলে কানাঘুষো শোনা যাচ্ছে। একইসাথে রাজ্য সরকারের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হয়েছিল তাও আজকে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

সব মিলিয়ে রাজ্য সরকার যে হাইকোর্টের আজকের রায়ে বড়োসড়ো চাপের মুখে পড়ল তা অনস্বীকার্য। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিনের বিজেপির অভিযোগ আজ মান্যতা পেয়েছে। আর এর সাথেই গেরুয়া শিবির অনেকটাই শক্তি সঞ্চয় করলো হাই কোর্টের আজকের রায়ের উপর ভিত্তি করে। তবে হাইকোর্টের রায়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!