এখন পড়ছেন
হোম > জাতীয় > তালিবানি কায়দায় হামলা চালানো হবে তৃণমূলের ওপর, হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা

তালিবানি কায়দায় হামলা চালানো হবে তৃণমূলের ওপর, হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টএই মুহুর্তে ত্রিপুরা উঠে এসেছে রাজনৈতিক চর্চার শীর্ষে। কার্যত ত্রিপুরা নিয়ে বেশ কিছুদিন যাবৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর তুঙ্গে উঠেছে। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়ানোর। আর সেই নির্দেশ অনুযায়ী ত্রিপুরার দিকেই তৃণমূল প্রথম নজর দিয়েছে। কিন্তু ত্রিপুরায় সংগঠন বাড়ানোর কাজ শুরু করতে বিজেপির বিরোধিতার মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। আর তাই নিয়েই শুরু হয় তীব্র বাকবিতন্ডা। অন্যদিকে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক।

আফগানিস্তান এই মুহূর্তে সারা বিশ্বের মুখে মুখে ঘুরছে। আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবানরা এবং তাঁদের ভয়ে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে ত্রিপুরার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক বলেন, তৃণমূল নেতারা এয়ারপোর্টে নামামাত্রই তালিবানি কায়দায় আক্রমণ চালাতে হবে তাঁদের ওপর। খুব স্বাভাবিকভাবেই ত্রিপুরার বিজেপি বিধায়কের এই বক্তব্য তীব্র বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। বুধবার সন্ধ্যায় আশীর্বাদ যাত্রা মিছিল শেষ করার পর বিলোনিয়া পুরাতন টাউনহলে একটি সভা ছিল গেরুয়া শিবিরের। আর সেখানেই বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূলের বিরুদ্ধে।

কার্যত তিনি বলেন, 25 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে বিপ্লব দেবের নেতৃত্বে। কিন্তু সেই বিজেপি সরকারের ওপর যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উস্কানিতে আঘাত হানার চেষ্টা চলছে, তখন তৃণমূল নেতাদের ওপর তালিবানি কায়দায় হামলা চালাতে হবে। ত্রিপুরায় ইতিমধ্যেই তৃণমূল যুব নেতাদের ওপর হামলা কিংবা অভিষেক ব্যানার্জী, দোলা সেন এর আত্ম সহায়কের ওপর হামলা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তার মধ্যে যেভাবে ত্রিপুরার বিজেপির বিধায়ক বিতর্কিত মন্তব্য করলেন, তা কার্যত উস্কানিমূলক মন্তব্যে পরিণত হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বারবার তৃণমূলের সঙ্গে তালিবানের তুলনা চালালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বক্তব্য রাখতে গিয়ে আফগানিস্তানে তালিবানি শাসনের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের শাসন ব্যবস্থাকে তুলনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কালকে বিলোনিয়াতে পা দিয়েছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী তথা ভূমিকন্যা প্রতিমা ভৌমিক। কার্যত প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় তাঁকে স্বাগত জানানোর জন্য সূচনা করা হয়েছিল আশীর্বাদ যাত্রার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

এই আশীর্বাদ যাত্রা পুরাতন টাউনহলের সামনে শেষ হওয়ার পর সেখানে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিধায়কের এহেন বক্তব্য নিয়ে এবার সরব হয়েছে তাঁরা। পাল্টা অভিযোগ করেছে তৃণমূল,  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যেখানে অতিথিকে ভগবানের সঙ্গে তুলনা চালাচ্ছেন, সেখানে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক মারধর করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এমনকি তাঁদের হোটেলে থাকতে দেওয়া হচ্ছেনা, গাড়ি দেওয়া হচ্ছেনা।

এই নিয়েই তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু ত্রিপুরায় তাঁরা সেই গণতন্ত্রের ওপরেই আঘাত করছে। ত্রিপুরার গণতন্ত্র নিয়ে কার্যত অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে তৃণমূল নেতাদের ওপর তালিবানি কায়দায় হামলার কথা বলে কার্যত তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক বলে মনে করা হচ্ছে। তবে এভাবে হুঁশিয়ারি দিয়ে হিংসার রাজনীতিকেই বারবার আহ্বান জানানো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!