এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে কলকাতায় মিছিল, নির্দেশ দিল আদালত! বেকায়দায় রাজ্য!

ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে কলকাতায় মিছিল, নির্দেশ দিল আদালত! বেকায়দায় রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি পায় না বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। তাই বেশিরভাগ ক্ষেত্রেই আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়। তাই সেই রকমই পুলিশের কাছে অনুমতি না পেয়ে বঙ্গ বিবেক সংস্থা পৌঁছে গিয়েছিল আদালতের দরজায়। আর শেষ পর্যন্ত আদালতের পক্ষ থেকে অনুমতি পেয়ে এবার একেবারে কলকাতার বুকে ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত, তাদের নিয়ে মিছিলের আয়োজন হতে চলেছে।

সূত্রের খবর, এদিন বিচারপতি অমৃতা সিনহার পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে শর্তসাপেক্ষে বঙ্গ বিবেক সংস্থাকে ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত, তাদের নিয়ে মিছিলের জন্য অনুমতি দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুবোধ মল্লিক থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এই মিছিল করা যাবে। মিছিল শেষে যদি রাজ্যপাল দেখা করতে সম্মতি প্রকাশ করেন, তাহলে তার কাছে ডেপুটেশন দিতে পারবেন এই সংস্থার প্রতিনিধিরা।

তবে মিছিলে কোনো উস্কানি মূলক বার্তা দেওয়া যাবে না। পাশাপাশি ৩০০ জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না বলেও নির্দেশিকা দিয়েছে আদালত। তবে শেষ পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় পুলিশ অনুমতি না দিলেও আদালতের কাছ থেকে এই অনুমতি পেয়ে আগামী সোমবার যে মিছিল কলকাতায় হতে চলেছে, তাতে চরম বেকায়দায় পড়বে রাজ্য সরকার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!