এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট শুরু হতেই বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, চাঞ্চল্য মুর্শিদাবাদে!

ভোট শুরু হতেই বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, চাঞ্চল্য মুর্শিদাবাদে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নির্বাচন একটি উৎসব। কিন্তু সেই নির্বাচনে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য প্রথম থেকেই তৎপর নির্বাচন কমিশন। তবুও নির্বাচনের দিন বেশ কিছু অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই বাংলায় ছয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে 34 টি আসনে সপ্তম দফার নির্বাচন। ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। আর ভোটপর্ব শুরু হওয়ার পরই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। এবার মুর্শিদাবাদের রাণীনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

জানা গেছে, বিজেপি প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এক্ষেত্রে তাকে সশস্ত্র দুষ্কৃতীরা আটকে রেখেছে বলেও অভিযোগ করেছেন মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। যার পরিপ্রেক্ষিতে এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই নির্বাচনের সময় বাংলায় তৃণমূলের দুষ্কৃতীরা ভোট বানচাল করতে চাইছে বলে অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার নির্বাচন কমিশনের কড়া নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর প্রায় তৃণমূল সেভাবে সুবিধা করতে পারছে না বলে অভিযোগ বিরোধীদের একাংশের। কিন্তু তার মাঝেই সপ্তম দফার নির্বাচনে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা নানা মহলে প্রশ্ন তুলে দিতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ভোটের মধ্যে কেন এভাবে কোনো একজন প্রার্থী হেনস্থার শিকার হবেন? কেন এইভাবে তার গাড়ির উপরে হামলা করা হবে! এটা তো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপদজনক!

একাংশের দাবি, যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতি সময় সকলকে আশ্বস্ত করা হচ্ছে, সেখানে কোনো এক দলের প্রার্থীর ওপর এই হামলা কার্যত নজিরবিহীন। এমনিতেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার এখানে ঘাসফুল এবং পদ্মফুল দুই শিবির চেষ্টা করছে, নিজেদের আধিপত্য কায়েম করতে। আর তার মাঝেই ভোটপর্ব শুরু হতেই বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা এখন নানা প্রশ্ন তুলে দিতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!