এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের আগেই উত্তপ্ত এই বিধানসভা কেন্দ্র ! রিপোর্ট চাইল নির্বাচন কমিশন !

ভোটের আগেই উত্তপ্ত এই বিধানসভা কেন্দ্র ! রিপোর্ট চাইল নির্বাচন কমিশন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী 30 অক্টোবর দিনহাটা সহ  বাংলার আরো 3 কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে । আর এই উপ নির্বাচনের আগেই দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ বাঁধে চড়ম পর্যায়ে ।  জেরে মৃত্যুর মতো মারাত্মক ঘটনা ঘটে। এবার  এই  ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন ।  গত রাতে সীমান্ত লাগোয়া গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে । আর এই ঘটনার জন্যই কোচবিহার জেলা প্রশাসনের কাছে দ্রুত রিপোর্ট চেয়ে বসল নির্বাচন কমিশন । মূলত এই উপ নির্বাচন কেন্দ্রের ভোটের জন্য 27 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে  দিনহাটা কেন্দ্র ।

 

তবে এই  ঘটনার পর বাহিনীর পরিমাণ আরও বাড়তে পারে বলে তবে সূত্র মারফত জানা গিয়েছে ।  এছাড়াও দিনহাটায় আধাসেনা পাঠানোর বন্দোবস্ত করা হবে  এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত ।  তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক গোলা গুলি ও বোমাবাজি শুরু হয় যার ফলে দু’জনের  মৃত্যু হয় এবং  আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে আরো পাঁচজন । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তিদের নাম মান্নান হক ও মোজাফফর হোসেন ঘটনায় গুরুতর আহতরা হলেন দুলাল মিঞা, মিন্টু হক, দিলদার হুসেন, আবাইদুল হক এবং জাহাঙ্গির আলম ।  ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এই ঘটনায় ১১ জনকে আটক করেছে কোচবিহার পুলিশ ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!