এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রী ও মেয়রের একান্তে দীর্ঘ সময়ের গোপন বৈঠক, কি হল সমাধানসূত্র?

মুখ্যমন্ত্রী ও মেয়রের একান্তে দীর্ঘ সময়ের গোপন বৈঠক, কি হল সমাধানসূত্র?

অবশেষে গত শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সাথে একান্ত বৈঠক সম্পন্ন হলো। উল্লেখ্য ৩০ শে মার্চে হওয়া এই বৈঠকের বিষয়ে গত ১৮ মার্চ সন্ধ্যায় মেয়রকে ফোন করে মুখ্যমন্ত্রী অবগত করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের এক ঘণ্টা ২০ মিনিট একান্ত বৈঠকের খানিকটা সময়ে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভ্রাতৃবধূ। এই বৈঠকে মেয়রের সব অভিযোগ মুখ্যমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন। দলীয় সূত্রের খবর এদিনের বৈঠকে মেয়র , মুখ্যমন্ত্রীকে অভিযোগের সুরে বলেন ” স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে, সেই সময়ে ওই সাংসদের কাছে রত্না যাবতীয় মদত পাচ্ছেন।” যদিও এই বিষয়ে দল নেত্রী কার্যতই নিশ্চুপ ছিলেন। এছাড়াও মেয়র বলেন,বিপদে তাঁর পাশে দাঁড়ানোর জন্য তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার শাস্তি পেতে হয়েছে। তাঁকে সরানো হয়েছে ‘ওয়েবকুপা’র গুরুত্বপূর্ণ পদ থেকে। শুধুমাত্র দুর্দিনে বন্ধু হিসেবে পাশে থাকার জন্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে যে সামাজিক অমর্যাদা ও গ্লানির মধ্যে সময় অতিবাহিত করতে হয়েছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দ্বারা সুবিচার চাইলেন মেয়র। প্রসঙ্গত উল্লেখ্য অল্প কদিন আগে গার্ডেনরিচে পাম্প ফেটে শহরতলির একাংশে পুরসভার পানীয় জল সরবরাহ ব্যাহত হয়। গার্ডেনরিচের এখন কী অবস্থা, সে বিষয়েও মেয়রের কাছে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!