এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের পরে ফের লকডাউন? অভিষেকের কথায় বাড়ল জল্পনা!

ভোটের পরে ফের লকডাউন? অভিষেকের কথায় বাড়ল জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা ভাইরাসকে আটকাতে দেশজুড়ে আবার লকডাউন করা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এক্ষেত্রে দেশে যখন করোনা ভাইরাস হু হু করে বাড়ছে, তখন ফের লকডাউন তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই লকডাউন করা হবে না। তবে কেন্দ্রের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, ফের লকডাউন করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়ে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ মুর্শিদাবাদের লালগোলায় একটি প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বক্তব্যের মাঝে হঠাৎ করেই লকডাউনের প্রসঙ্গ তুলে ধরে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের পরেই দেশজুড়ে লকডাউন করা হবে। শুধুমাত্র ভোটের অপেক্ষায় বসে আছে কেন্দ্র। আগে যেন-তেন প্রকারেণ বাংলা দখল করবে, তারপর ওরা লকডাউন করবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার ব্যাপক শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে অনেকেই বলতে শুরু করেছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহু কিছুদিন আগে লকডাউন এর সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। যেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন, কোনোভাবেই লকডাউন করার মত পরিস্থিতি তৈরি হয়নি। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে যথেষ্ট নজিরবিহীন, তা বলার অপেক্ষা রাখে না।

অনেকেই বলতে শুরু করেছেন, করোনা পরিস্থিতি ভারতবর্ষে যে আকার ধারণ করেছে, তাতে লকডাউন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু বর্তমানে নির্বাচন চলার সময় সেই লকডাউন করা সম্ভব হচ্ছে না। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে কোনোভাবেই লকডাউন করা হবে না বলে জানানো হয়েছে‌ তবে সরকার সেই কথা বলা সত্ত্বেও যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের পরেই লকডাউন করা হবে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন, তাতে গেরুয়া শিবির যে যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!