এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটারদের প্রভাবিত করার বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

ভোটারদের প্রভাবিত করার বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকাল থেকে রাজ্য জুড়ে চলছে সপ্তম দফার বিধানসভা নির্বাচন। প্রথম দফা ভোটের শুরু থেকে যে ছবি ছিল রাজ্যজুড়ে, আজকেও সেই একই ছবি প্রায় সর্বত্র। গন্ডগোলের খবর অব্যাহত। সেই প্রথম দফা ভোটের সময় থেকেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলছে। আর তৃণমূল শিবিরের সেই অভিযোগ এবার সত্যি হতে দেখা গেল। মুর্শিদাবাদের সুতির 168 নম্বর বুথের ভোটারদের অভিযোগ, তারা ভোট দিতে যেতে পারছেননা। কেন্দ্রীয় বাহিনী বিজেপিতে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছে এবং তা না হলে মারধর করার হুমকি দিয়েছে।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদের সুতি নিয়ে বিজেপি প্রথম থেকেই আশাবাদী। তৃণমূলের দাবী, বিজেপির সেই আশাকে কিছুটা ত্বরান্বিত করতে কেন্দ্রীয় বাহিনী পথে নেমেছে। এই কেন্দ্রে লড়াই এবার কংগ্রেস, তৃণমূল, নির্দল এবং বিজেপির। সুতির 168 নম্বর বুথের ভোটাররা প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী টহলদারি করার সময় ভোটদাতাদের বাড়ি ঢুকে রীতিমতো শাসিয়েছে। বাড়িতে বাড়িতে ঢুকে হুমকি দিয়ে গিয়েছে, বিজেপিকে ভোট না দিলে লাঠিপেটা করা হবে। আতঙ্কে এলাকাবাসীদের একটা বড় অংশ ভোট দিতে যাচ্ছেননা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের মধ্যে তৃণমূল সমর্থক রয়েছে, পাশাপাশি সাধারণ ভোটারও রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই অভিযোগ সামনে আসায় হইচই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থী মসুহারা খাতুনকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভা সকাল থেকেই উত্তপ্ত। বেশ কয়েকটি বুথে কংগ্রেস এজেন্টরা ঢুকতে পারছেনা বলে ঝামেলা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি ঐ বিধানসভা কেন্দ্রে সকালবেলা বোমাবাজি হয়েছে বলেও শোনা যাচ্ছে।

বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের অন্যত্র থেকে। রানীগঞ্জের পানিপিয়ায় বোমার আঘাতে এক কংগ্রেস সমর্থক আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। রঘুনাথগঞ্জ এলাকায় গতকাল রাতে বোমাবাজি হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সবক্ষেত্রেই অভিযুক্ত করা হয়েছে রাজ্যের শাসক দলকে। তবে রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলেছেন, কমিশনের হিংসামুক্ত নির্বাচন করানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেদিকেও। রাজ্যের সপ্তম দফার নির্বাচনে এসেও দেখা যাচ্ছে কমিশনের প্রতিশ্রুতি পুরোপুরি প্রহসনে পরিণত হয়েছে। পাশাপাশি এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ উঠল ভোটারদের প্রভাবিত করার, তা নিয়ে নির্বাচন কমিশন এবার কি সিদ্ধান্ত গ্রহণ করে, তার দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!