লোকসভা ২০১৯ – কোন কোন আসনে পুনরায় তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে পারেন প্রার্থী? বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য June 28, 2018 লোকসভা ভোটের ঢাকে কাঠি পরে গেল। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে রেখেছেন এবারে নির্দিষ্ট সময়ের আগেই হয়ে যেতে পারে লোকসভা নির্বাচন, ফলে এখন থেকেই তিনি দলকে পুরো প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। এমনিতে গতবার রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৩৪ টিতেই জিতেছিল ঘাসফুল শিবির, আর সাধারণত জয়ী প্রার্থীদের দলনেত্রী পুনরায় টিকিট দিয়ে থাকেন। তাই অনেকেই নিশ্চিন্ত ছিলেন নিজেদের টিকিট নিয়ে, কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন এবার বহু আসনেই পুরোনো সাংসদরা বা প্রার্থীরা টিকিট নাও পেতে পারেন। বা শেষপর্যন্ত টিকিট পেলেও সেই সকল আসনের টিকিটের দাবিদার অনেকেই, ফলে পুরোনো সাংসদ বা প্রার্থী বলেই যে নিশ্চিন্ত তা কিন্তু নয়। যদিও তৃণমূল কংগ্রেসে টিকিট পাওয়া নিয়ে শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং লোকসভা নির্বাচন ঘোষণা হলে শেষপর্যন্ত তিনিই সিদ্ধান্ত নেবেন। এর আগে তিনটি পর্বে আমরা খোঁজার চেষ্টা করেছি কোন কোন আসনে নতুন মুখ আসতে পারে, এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন লোকসভা আসনে শাসকদল পুরোনো মুখের প্রতিই আস্থা রাখতে চলেছেন বা সহজ কথায় কোন কোন আসনে পুরোনো প্রার্থীরই টিকিট নিশ্চিত – এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে ১. আলিপুরদুয়ার – দশরথ তিরকে ২. জলপাইগুড়ি – বিজয়চন্দ্র বর্মন ৩. বালুরঘাট – অর্পিতা ঘোষ ৪. রানাঘাট – তাপস মন্ডল ৫. বনগাঁ – মমতাবালা ঠাকুর ৬. জয়নগর – প্রতিমা মন্ডল ৭. ডায়মন্ড-হারবার – অভিষেক বন্দ্যোপাধ্যায় ৮. কলকাতা-দক্ষিণ – সুব্রত বক্সী ৯. উলুবেড়িয়া – সাজদা আহমেদ ১০. হুগলি – রত্না দে নাগ ১১. তমলুক – দিব্যেন্দু অধিকারী ১২. কাঁথি – শিশির অধিকারী ১৩. বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ ১৪. বর্ধমান-পূর্ব – সুনীল মন্ডল আরও পড়ুন: লোকসভা ২০১৯ – কোন কোন আসনে নতুন প্রার্থী করার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের? শেষ পর্ব আপনার মতামত জানান -