এখন পড়ছেন
হোম > খেলা > আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস – স্পনসরের স্বপ্নে মাতোয়ারা সবুজ-মেরুন জনতা

আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস – স্পনসরের স্বপ্নে মাতোয়ারা সবুজ-মেরুন জনতা

আজ ২৯ শে জুলাই – সবুজ-মেরুন জনতা তথা ভারতীয় ফুটবলের কাছে অত্যন্ত গর্বের দিন। ১৯১১ সালের এই দিনেই খালি পায়ে ফুটবল খেলে ১১ দামাল বাঙালি পরাধীন ভারতবাসীকে এনে দিয়েছিল স্বাধীনতার আস্বাদ। পরাধীন ভারতে ব্রিটিশ ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড জয় সেদিন কোনো অংশেই স্বাধীনতার আনন্দের থেকে কম ছিল না।

আর তাই প্রতি বছরের মতো এদিনও গঙ্গাপাড়ের ক্লাব তাঁবু সেজে উঠবে সবুজ-মেরুন আলোর মালায় বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দে। কিন্তু তার মাঝেই মোহন জনতার অধীর আগ্রহ – স্পনসর সমস্যার কি সমাধান হল সেইদিকে। একদিকে পড়শী চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল যখন কোয়েস গ্রূপের সংগে গাঁটছড়া বেঁধে ভালো বিদেশী নিয়ে আসছে বা আইএসএলে খেলার কথা ভাবছে, অন্যদিকে তখন অঞ্জন-টুটু গোষ্ঠীদ্বন্দ্বে শুধুই হতাশা মোহন জনতার মধ্যে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এর মধ্যেই বেশ কিছুদিন আগে ভারতের এক নামে ইংরেজি নিউজ পোর্টাল ক্লাব সচিব অঞ্জন মিত্রকে উদ্ধৃত করে জানায়, যে আজ ২৯ শে জুলাইয়ের অনুষ্ঠান মঞ্চ থেকেই নাকি ক্লাবের নতুন টাইটেল স্পনসরের ঘোষণা করা হবে। এমনকি সেই সংস্থা একটি নামী স্টিল কোম্পানি হতে পারে বলেও জানা গিয়েছিল।

এদিকে গতকাল, সোশ্যাল মিডিয়ায় নামে এক ক্রীড়া পোর্টালকে উদ্ধৃত করে একটি পোস্ট ভাইরাল হয় যেখানে দেখা যায় এক নামী ব্যাঙ্ক মোহন বাগানের টাইটেল স্পনসর হতে চলেছে। সঙ্গে কো-স্পনসর হিসাবে আসতে চলেছে এক নামী তথ্য প্রযুক্তি সংস্থা ও কিট স্পনসর হিসাবে নামী বহুজাতিক সংস্থা।

আনন্দে উদ্বেল মোহনবাগান জনতার ভুল ভাঙে যখন কিছুক্ষণের মধ্যেই একই বয়ানের আরেকটি পোস্ট উঁকি মারে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বয়ান একই – কিন্তু সংস্থা তিনটির নাম পাল্টে গেছে – টাইটেল স্পনসর হিসাবে এখানে শোনা যায় এক সফটড্রিংক প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা। কো-স্পনসর হিসাবে এক মোবাইল পরিষেবা কোম্পানি ও কিট স্পনসর হিসাবে অন্য এক নামী বহুজাতিক সংস্থা।

এমনিতেই, দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাব চালানো সচিব অঞ্জন মিত্র ও সভাপতি টুটু বসুর মধ্যে বড়সড় বিভাজন। ক্লাবের এজিএমের দিন যে কান্ড ঘটেছে তাতে আগুনে ঘি আরো বেশি করে পড়েছে। অন্যদিকে আদালতের নির্দেশে সেপ্টেম্বরের মধ্যেই ক্লাবে নির্বাচন – এই পরিস্থিতিতে আজকের বিশেষ দিনে মোহন জনতার পাখির চোখ – সেই স্পনসরের দিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!