এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুজোর আগেই ১২ পুরসভায় ভোট – ঘর গুছিয়ে সাজো সাজ রব সব দলের অন্দরেই

পুজোর আগেই ১২ পুরসভায় ভোট – ঘর গুছিয়ে সাজো সাজ রব সব দলের অন্দরেই


পঞ্চায়েত ভোটের রেশ মিটতে না মিটতেই একসঙ্গে ১২ টি পুরসভার ভোটের দামামা বেজে গেল। এখনো নির্বাচন কমিশন সূত্রে কোনো বিজ্ঞপ্তি জারি না হলেও কিছুদিনের মধ্যেই তা হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। সেপ্টেম্বর মাসেই শেষ হচ্ছে এই ১২ টি পুরসভার মেয়াদ – তাই পুজোর আগেই আর একপ্রস্থ জবরদস্ত রাজনৈতিক টক্কর হতে চলেছে বাংলার বুকে। যে ১২ টি পুরসভায় ভোট হতে চলেছে সেগুলি হল –

১. ১১ আসন বিশিষ্ট কুচবিহার জেলার হলদিবাড়ি পুরসভা
২. ৯ আসন বিশিষ্ট কুচবিহার জেলার মেখলিগঞ্জ পুরসভা
৩. ২০ আসন বিশিষ্ট আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার পুরসভা
৪. ১৬ আসন বিশিষ্ট উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুরসভা
৫. ২৫ আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা
৬. ২১ আসন বিশিষ্ট নদীয়া জেলার চাকদা পুরসভা
৭. ২৪ আসন বিশিষ্ট উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া পুরসভা
৮. ৩৫ আসন বিশিষ্ট উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভা
৯. ১৬ আসন বিশিষ্ট দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড-হারবার পুরসভা
১০. ৩৫ আসন বিশিষ্ট পূর্ব-বর্ধমান জেলার বর্ধমান পুরসভা
১১. ১৬ আসন বিশিষ্ট পূর্ব-বর্ধমান জেলার গুসকরা পুরসভা
১২. ১৬ আসন বিশিষ্ট বীরভূম জেলার দুবরাজপুর পুরসভা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!