এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “200 আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি” নির্বাচনের মরসুমে রাজ্যে এসে দাবি অমিত শাহের!

“200 আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি” নির্বাচনের মরসুমে রাজ্যে এসে দাবি অমিত শাহের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জমে উঠেছে লড়াই। তৃণমূলের পক্ষ থেকে সমস্ত আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তবে বিজেপি দুই দফায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ দফার ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। স্বাভাবিক ভাবেই প্রচার এবং নির্বাচনী লড়াইয়ে এখন রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের হাইপ্রোফাইল নেতা-নেত্রীরা ময়দানে নামতে শুরু করেছেন। পায়ে আঘাত পাওয়ার পর রবিবার হুইলচেয়ারে করে প্রচার করে রীতিমত আসর মাতিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে রবিবারই বাংলায় পা রেখে খড়্গপুরের বিজেপির প্রার্থী তথা ফিল্মস্টার হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে রোড শো করতে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তৃণমূলের দাবি, বিজেপি যতই লাফালাফি করুক, বাংলায় এবার তারা কোনোমতেই ক্ষমতা দখল করতে পারবে না। কিন্তু বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে সমীক্ষা করে দেওয়া এবং পরবর্তীতে তা মিলে যাওয়া অমিত শাহ বাংলা এসে জানিয়ে দিলেন, এখানে বিজেপি কত আসন পেতে চলেছে!

নিজের লক্ষ্য স্থির রেখে খড়্গপুরের রোড থেকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে দাবি করতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় চাণক্যকে। বস্তুত, রবিবার খড়্গপুরের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই প্রচার চলাকালীন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলার ক্ষমতা দখল করবে বলে দাবি করতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকের এই র‍্যালি দেখে বোঝাই যাচ্ছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। দুশোর বেশি আসন নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। এবার আসল পরিবর্তন হবে।” আর নির্বাচনী লড়াই যখন জমজমাট, তখন রাজ্যে এসে অমিত শাহের এই দাবি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিজেপি এবার বাংলার ক্ষমতা দখলের ব্যাপারে একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই দলের সংসদীয় বোর্ডের বৈঠকে বাংলার ক্ষমতা তারাই দখল করছে বলে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বদের জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরই বিজেপির রাজ্য নেতৃত্ব অনেকটাই আশাবাদী হয়ে গিয়েছে বাংলা নিয়ে।

তবে লড়াই যে খুব একটা সহজ নয়, তা বলাই যায়। আর এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে বারবার বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। তবে রাজ্যে এসে জনতার উচ্ছাস দেখে রীতিমত আত্মপ্রত্যয়ী মনোভাব পোষণ করলেন সর্বভারতীয় বিজেপি চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনেকে বলছেন, এর আগে অমিত শাহ যে যে রাজ্যের ক্ষেত্রে যে যে সমীক্ষা করেছেন, তা বাস্তবে ফলপ্রসূ হয়েছে। তবে বাংলা নিয়ে তার এই সমীক্ষায় এবং আগাম পূর্বাভাস ভোটবাক্স খোলার পর কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!