এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল নেতারা গৃহহীনদের বাড়ি দেওয়ার নাম করে টাকা কামাচ্ছে: বিস্ফোরক অভিযোগ

তৃণমূল নেতারা গৃহহীনদের বাড়ি দেওয়ার নাম করে টাকা কামাচ্ছে: বিস্ফোরক অভিযোগ

রায়গঞ্জের সিপিএম সংসদ মহম্মদ সেলিম তীব্র ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমন করেন। তাঁর আক্রমনের নিশানা থেকে বাদ যায় না কেন্দ্রের শাসকদল বিজেপিও। মহম্মদ সেলিম বলেন –

১. মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়নের কাজ করা যাচ্ছে না, টাকা নেই
২. আর এখন প্রশাসনিক বৈঠকের নাম করে সব জায়গায় সরকারি টাকায় নির্বাচনের প্রচার করে যাচ্ছেন
৩. এটা কোনও দিক থেকেই ভালো ব্যাপার নয়
৪. তাঁর এই কাজকর্ম রাজ্যবাসীদের পক্ষে ভাল নয়
৫. অন্যদিকে যে সব অফিসারররা তাঁকে একদিন মা মা করতেন তাঁদের জন্যও ব্যাপারটা ভাল নয়
৬. তার উদাহরণ ভারতী ঘোষ
৭. বন্যার পরে পার্লামেন্টে বারবার টাকা দেওয়ার জন্য বলা হয়েছে
৮. কেন্দ্র টাকা দেওয়ার ব্যাপারে গড়িমসি করছে কিন্তু রাজ্য সরকারের এব্যাপারে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল
৯. এখনও নানা জায়গায় বন্যা পরবর্তী বেহাল অবস্থা হয়ে রয়েছে
১০. এর আগেও প্রচুর শিলান্যাস করেছেন
১১. কাল আবার পেপার জুড়ে বিজ্ঞাপন দেবেন এবং আরও প্রকল্পের উদ্বোধন করবেন
১২. কিন্তু আগের প্রকল্প গুলোর কি হল তার খোঁজ নেবেন কি?
১৩. রায়গঞ্জে মেডিকেল কলেজের জন্য কেন্দ্র ৯৯ কোটি টাকা দিয়েছে
১৪. কিন্তু কাজ হচ্ছে ঢিমেতালে
১৫. সুপার স্পেশালিটি হাসপাতালের নামে রঙচঙে বিল্ডিং হচ্ছে কিন্তু তাতে একদমই পরিষেবা নেই
১৬. একদিকে ব্যাঙ্কের মাধ্যমে টাকা লুঠ হচ্ছে
১৭. অন্যদিকে তৃণমূল নেতারা গৃহহীনদের বাড়ি দেওয়ার নাম করে টাকা কামাচ্ছে
১৮. মমতা বন্দোপাধ্যায় নীরব মোদির মতো লোকজনকে এ রাজ্যে আহ্বান জানিয়েছিলেন
১৯. কারন চারিদিকে লুটের সাম্রাজ্য তৈরি করাটাই এঁদের মূল লক্ষ্য
২০. ব্যাঙ্কে যেমন লুট চলছে তেমনি প্রাথমিকে চাকরির নামে দুর্নীতি হচ্ছে
২১. মোদী ভাই আর দিদি ভাইয়ের সেট আপ হয়ে গেছে যে কেউ কাউকে সমস্যায় ফেলবে না
২২. ইসলামপুরে বাইপাস মেরামতির জন্য ৫৬ কোটি টাকা আনা হয়েছিল
২৩. তার কাজ হয়েছে, কিন্তু গ্রামীণ রাস্তা গুলো কি অবস্থা?
২৪. চারিদিকে উন্নয়নের নামে লুঠ চলছে, এরকম আগে ছিলনা
২৫. নির্বাচনের সময়ে ভোট লুঠ করে আর বাকি সময়ে সেই ভোট লুটেরারা গরিব মেয়েদের ইজ্জত লুটছে
২৬. কুশমন্ডীতে যে নারকীয় ঘটনা ঘটল তা এই সব বিকৃত মনস্ক লোকেদের কাজ
২৭. ইসলামপুরে ব্যাপক দুর্নীতি হয়েছে বাইপাসের নামে
২৮. মুখ্যমন্ত্রী কিছু বলছেন না, মাফিয়ারাজ কায়েম করে জমি লুঠ চলছে
২৯. রাজ্যের সর্বত্র চলছে একই ঘটনা
৩০. পথ নিরাপত্তার নামে সিগনালে নিজের ছবি দিয়ে প্রচার চলছে
৩১. মুখ্যমন্ত্রী এক কথায় একজন প্রচার সর্বস্ব মানুষ
৩২. রায়গঞ্জ পুরসভা নির্বাচনে যে অবস্থা হয়েছিল মুখ্যমন্ত্রী তা জানেন
৩৩. মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে তৈরি করা পুরবোর্ডের উপহার যে তিনি ভালোবাসেন তা বোঝা যাচ্ছে
৩৪. আসলে গুলি বন্দুক দিয়ে যে উপহার পাওয়া যায় উনি সেই উপহারটাই গ্রহণ করেন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!