এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুকুরে মিলল তৃণমূলে নেতার মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে জল্পনা!

পুকুরে মিলল তৃণমূলে নেতার মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি এক তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার মদারহাটের ঘোষপাড়ায়। মৃতের নাম সুবীর ঘোষ। বয়স ৬৩ বছর। জানা গেছে, মঙ্গলবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে তৃণমূলের ওই স্থানীয় নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, এদিন ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় পুকুরের এক দিকে ওই নেতার জুতো ও স্বাস্থ্যসাথী প্রকল্পের কাগজপত্রপড়ে ছিল। আর পুকুরের উল্টো দিক থেকে তাঁর দেহ পড়ে ছিল। সোমবার এলাকায় সারারাত তল্লাশির শেষে মঙ্গলবার ভোরে জাল ফেলে পুকুর থেকে দেহটি তোলা হয় বলেও জানা গেছে। এরপর পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে,এই ঘটনায় সুবীরবাবুর পরিবার অভিযোগ জানিয়েছে যে, সুবিরবাবুকে খুন করে বা ধাক্কা মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। কোনও দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হয়নি বলেই দাবি করেছেন তাঁরা। যদিও দেহে আপাতভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানান হয়েছে।

আপনার মতামত জানান -

এ দিন সকালে ঘটনাস্থলে যেতে দেখা গেছে বারুইপুরের মহকুমাশাসক এবং আইসিকে। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, সুবীরবাবু ঘোষপাড়ায় থাকতেন। তিনি মদারহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ছিলেন। তাঁর এক মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তবে বর্তমানে তিনি এলাকায় বুথ সভাপতির দায়িত্ব পালন করছিলেন বলেই জানা গেছে।

এই ঘটনার পর তাঁর স্ত্রী উমা ঘোষ জানান, সোমবার বিকেলে সুধীরবাবু স্বাস্থ্যসাথীর কার্ড বিলি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর রাত ৯টায় ফোনে তিনি জানান যে, তাঁর বাড়ি ফিরতে ঘণ্টাখানেক সময় লাগবে। কিন্তু এরপর ১১টা বেজে যাওয়ায় তাঁকে ফোন করা হলেও তাঁকে আর ফোনে পাওয়া যায় না।

তার পর অনেক খোঁজাখুঁজি শুরু হলে, রাতে পুকুরের কাছে জুতো ও স্বাস্থ্যসাথীর কাগজপত্র দেখতে পাওয়া যায়। ভোরে সেখানে জাল ফেলে দেহ তোলা হয়। আর এখানেই পরিজনদের সদস্যদের অভিযোগ, সুবীরবাবুকে খুনই করা হয়েছে। কারণ, দুর্ঘটনাবশত সুবীরবাবু পুকুরে যদি পড়ে গিয়ে থাকেন, তাহলে তাঁর জুতো এবং কাগজপত্রও তাঁর সঙ্গেই জলে পড়ে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের কথায়, উনি মদ্যপান করতেন। কিন্তু নেশার ঘোরে কেউ পুকুরে পড়ে গেলে জুতো এবং কাগজপত্র সমেতই সেখানে পড়ার কথা। তাই সেগুলো পাড়ে পড়ে রইল কী ভাবে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, এদিন বিকেলে বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে মৃতের বাড়িতে যেতে দেখা গেছে।

তিনিও এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন বলেই জানা গেছে। তাঁর মতে, এই খুনের পিছনে বিজেপি সমর্থকদের হাত রয়েছে। তবে বিজেপির জেলা নেতৃত্বের তরফে এই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, এই ঘটনাতে সরব হতে দেখা গেছে বারুইপুর পশ্চিমের তৃণমূল নেতৃত্বকে।

বারুইপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য গৌতম দাসের মতে, ‘‘পুলিশ তদন্ত করে দেখুক। ওঁকে নিশ্চিত ভাবেই খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় এক বিজেপি সমর্থক জড়িত বলে অনুমান। দুর্গাপুজোর সময়ে ওই সমর্থকের সঙ্গে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝামেলা হয়েছিল সুবীরবাবুর। ওই বিজেপি সমর্থক খুনের হুমকিও দিয়েছিল।’’

অন্যদিকে, এ দিন বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও খুনের অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গেছে। সেখানে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই তথ্য সূত্রে জানা গেছে। বারুইপুর পুলিশ সূত্রে জানান হয়েছে যে, ময়না-তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানান সম্ভব হবে বলেই জানান হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!