এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীকে ‘অপমান’ করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর বিজেপি সংখ্যালঘু নেতার

মোদীকে ‘অপমান’ করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর বিজেপি সংখ্যালঘু নেতার

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার দায়ে অভিযুক্ত হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । আর অভিযোগ করলেন হায়দরাবাদের মুসলিম বিজেপি নেতা কাভি আব্বাসি । উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি করিমনগরে একটি জনসভায় মুখ্যমন্ত্রী কে সি রাও একইসঙ্গে বিজেপি ও কংগ্রেসকে দেশের উন্নয়নের নিরিখে আক্রমন করেন। তিনি তাঁর ভাষণে বলেছিলেন, ” কৃষকদের সমস্যা নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত ২০ বার আলোচনা করেছি। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি। জনগণ যদি মোদীতে আস্থা হারিয়ে ফেলেন তো রাহুল গান্ধী বা অন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবেন। আমরা আগেও দেখেছি, বিজেপি সরকার তৈরি হলে তারা হয় দীনদয়াল উপাধ্যায় বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েই মাতামাতি করে। ঠিক তেমনই কংগ্রেস সরকারে এলে শুরু হয় রাজীব গান্ধীকে নিয়ে চর্চা। দুটি দলই বড় বড় কথা বলে কাজ কিছুই করেনা।” এরপর তেলেঙ্গানার রাজনৈতিক মহল বেশ সরগরম হয়ে ওঠে। যদিও পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি কোনওভাবেই প্রধানমন্ত্রী মোদীকে অপমান করেননি। মোদীকে নিজের অভিন্ন বন্ধু বলেই জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!