এখন পড়ছেন
হোম > জাতীয় > এপ্রিলেই কেন্দ্র থেকে মোদী সরকার হঠাতে বড়সড় পদক্ষেপ মমতা ব্যানার্জীর?

এপ্রিলেই কেন্দ্র থেকে মোদী সরকার হঠাতে বড়সড় পদক্ষেপ মমতা ব্যানার্জীর?

কেন্দ্র থেকে বিজেপি উচ্ছেদ করতে অন্যসকল আঞ্চলিক দলগুলির মতো অবিজেপি তৃতীয় ফ্রন্ট গড়তে আগ্রহী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।ওদিকে সেই একই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সোনিয়া গান্ধীও।আর তাই সোনিয়া গান্ধী আঞ্চলিক দলগুলিকে নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কিন্তু সোনিয়া গান্ধীর ডাকা নৈশভোজে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন অনেক আঞ্চলিক দল।
আর তাই মনে করা হচ্ছে এই তৃতীয় ফ্রন্ট কোনো অবস্থাতেই কংগ্রেস নেতৃত্বে পরিচালিত হোক এইরকম চাননা অনেক আঞ্চলিক দলই। আর তাই অনেকের মতে তৃতীয় ফ্ৰণ্ট গড়ার দিকে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ই। আগামী ১৩ ই মার্চ ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী নৈশভোজের আয়োজন করেছেন এবং সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন অনেক আঞ্চলিক দল। আঞ্চলিক দল গুলির শীর্ষনেতা উপস্থিত থাকতে না পারলেও প্রতিনিধি পাঠিয়ে নিমন্ত্রনকর্তীর মর্যাদা রক্ষা করবেন এমন অনুমান করা হচ্ছে। ২০১৯ সালে বিজেপি-র বিরুদ্ধে একজোটে লড়াই এর প্রসঙ্গে কংগ্রেস নেতা দীপেন্দর হুডা বললেন, ”কোন দলের কী শক্তি সেটা এখন প্রধান বিবেচ্য নয়। সময়ের প্রয়োজনেই এখন সমস্ত বিরোধী দলকে একজোট হতে হবে। যাতে বিরোধী ভোটে বিভাজনের ফলে বিজেপি লাভবান না হয়। তাই এখন থেকেই কাউকে ব্রাত্য করে রাখাটা উচিত হবে না।” তবে এই কংগ্রেসী নেতার কথার বিরোধীতা করলেন আম আদমি পার্টি রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সঞ্জয় সিং কংগ্রেসের মনোভাবের সমালোচনা করে বললেন, ” বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে নয়, বিরোধী দলগুলিকে ব্যবহার করেই ক্ষমতায় ফিরতে চাইছে কংগ্রেস।”আর রাজনৈতিকমহলে তাই ধারণা যে এপ্রিলেই কেন্দ্র থেকে মোদী সরকার হঠাতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন মমতা ব্যানার্জী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!