এখন পড়ছেন
হোম > জাতীয় > বিপদ শতগুণে বাড়িয়ে, একেবারে ৩ লক্ষের দোরগোড়ায় দেশের দৈনিক করোনা সংক্রমণ

বিপদ শতগুণে বাড়িয়ে, একেবারে ৩ লক্ষের দোরগোড়ায় দেশের দৈনিক করোনা সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউয়ের হানায় দেশের সার্বিক পরিস্থিতি ক্রমশ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ৬ দিন ধরে প্রায় ১৫ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হলেন। যার মধ্যে গত ২৪ ঘন্টার যে রিপোর্ট বেরিয়েছে, তা অত্যন্ত ভয়াবহ। গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ৯৪ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে ২ হাজারেরও বেশি মানুষের করোনায় মৃত্যু ঘটেছে। গত 24 ঘন্টায় যে হারে করোনার সংক্রমণ ঘটেছে, তা ভারতে এযাবৎকালে কোনদিন ঘটেনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ২৯১ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ২০২০ জন মানুষ করোনায় প্রাণ হারালেন। আবার, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৫২০ জন। সারা বিশ্বে এখনো পর্যন্ত একটি মাত্র দেশে করোনার দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। যা হলো মার্কিন যুক্তরাষ্ট্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ৮ ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ ৩.০৭ লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। তবে, সম্প্রতি ভারতে যেভাবে করোনার সংক্রমণ মাত্রাছাড়া বেড়ে চলেছে, তাতে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে শীর্ষস্থানে চলে আসার আশঙ্কা রয়েছে ভারতের। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯৭ জন।

কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৭ জন, কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৯৪ জন, তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৮৬ জন। দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৯৫ জন। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করায় দেশজুড়ে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব শুরু হয়েছে। মহারাষ্ট্র ও দিল্লির অবস্থা সর্বাধিক সঙ্কটজনক। মুম্বাইয়ের চিকিৎসার পরিসেবা প্রায় ভেঙে পড়েছে। বেডের অভাবে, অক্সিজেনের অভাবে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। অনেক সময় অসহায় ভাবে হাসপাতালের বাইরে অপেক্ষা করতে দেখা যাচ্ছে করোনা রোগীকে চিকিৎসার আশাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!