এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রধানমন্ত্রী বিজেপির হলেও আপত্তি নেই, দলের অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিলেন তৃণমূলের এই সাংসদ

প্রধানমন্ত্রী বিজেপির হলেও আপত্তি নেই, দলের অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিলেন তৃণমূলের এই সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রী বিজেপির হলেও কোনো আপত্তি নেই, শুধু একজন বাঙালি প্রধানমন্ত্রী চান তিনি। বাঙালি প্রধানমন্ত্রী হলে, তবেই বাঙালির দুঃখ কষ্ট বুঝবেন তিনি, এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ দেব। তাঁর এই মন্তব্য দলের অস্বস্তিকে নিমেষের মধ্যে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাই শেষ পর্যন্ত হাল ধরতে হয় রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে।

গতকাল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠক করে রাজ্যের একটি প্রতিনিধিদল। সেই প্রতিনিধি দলে ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। এই বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি জানান যে, ইতিপূর্বে তিনি বলেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে ঘাটালের মাস্টার প্ল্যান পাস করা হবে। মুখ্যমন্ত্রীর কাছে ভালো থাকার জন্য এই ধরনের বক্তব্য রাখেননি তিনি। ঘাটালের মানুষের কষ্টটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘাটালের সঙ্গে সঙ্গে দাসপুর, কেশপুর সহ তাঁর যেসব এলাকা রয়েছে, যেগুলো বন্যা কবলিত হয়ে থাকে। সেই সমস্ত এলাকার জন্যই এমনটা বলেছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো জানান যে, গত ত্রিশ বছর তিনি এমন বন্যা দেখেননি। সাত বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করছেন তিনি। কিন্তু এত কিছু বলেও কোন লাভ হচ্ছে না। তাই তিনি মনে করছেন, একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলেই মানুষের কষ্ট বুঝতে পারতেন। শুধুমাত্র ভোটের সময় আসবেন, আর সোনার বাংলা গড়ার কথা বলে চলে যাবেন। এরকম তিনি চান না। তিনি জানালেন, তিনি একজন বাঙালি প্রধানমন্ত্রী চান। প্রধানমন্ত্রী যদি বিজেপিরও হন, তাহলেও কোন আপত্তি নেই তাঁর। তিনি মনে করছেন বাঙালিই ঘাটালের মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবেন। কাউকে তিনি ছোট-বড় করতে চান না শুধুমাত্র মানুষের জন্যই এমন কথা বলছেন তিনি

তৃণমূল সাংসদের এই বক্তব্য তীব্র বিতর্ক শোরগোল বাঁধিয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। তার এই বক্তব্যের পর এ বিষয়ে আর কোনো কথা বলেননি অভিনেতা দেব। তাই শেষ পর্যন্ত হাল ধরতে হয় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। ঘাটালের মাস্টারপ্ল্যান নিয়ে চলছে তীব্র রাজনৈতিক তরজা। মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন না হওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছে তৃণমূল। তবে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের কারণে নয় রাজ্যের রাজনীতির কারণে আজ পর্যন্ত বাস্তবায়িত হতে পারেনি ঘাটাল মাস্টার প্ল্যান

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!