এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > শক্তি হারিয়ে পরিণত নিম্নচাপে ! কবে কাটবে দুর্যোগ ? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস !

শক্তি হারিয়ে পরিণত নিম্নচাপে ! কবে কাটবে দুর্যোগ ? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ঘূর্ণিঝড় জাওয়াদ  ক্রমেই তার শক্তি হারিয়ে ফেলেছে  , নিষ্প্রভ হয়েছে তার ভয়ঙ্কর দানব শক্তি তবে শক্তি হারিয়ে ফেললেও ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত   ভারী বৃষ্টি চলবে এমনটাই জানা যাচ্ছে তবে আস্তে আস্তে কমতে থাকে রাতের পর ।  সোমবার এই বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে এমনটাই জানা যাচ্ছে  । সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার  জন্য রয়েছে কমলা সর্তকতা জারি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

 

কলকাতাসহ হুগলি বীরভূম বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান  পশ্চিম বর্ধমান জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  6ই ডিসেম্বর সোমবার থেকে এই বৃষ্টির দাপট কমে যাবে তবে সোমবারের জন্য উত্তর 24 পরগনা নদিয়া মুর্শিদাবাদ জেলা গুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে সেই সঙ্গে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সর্তকতা পাশাপাশি মৎস্যজীবীরা আগামী 6 ডিসেম্বর সমুদ্রে যেতে পারবেন না ।  সতর্কতায় বলা হয়েছে পশ্চিম উপকূলে 6ই ডিসেম্বর বিকেল পর্যন্ত ঘন্টায় 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যার জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!