এখন পড়ছেন
হোম > রাজ্য > বাতিল হতে পারে স্কুলের অনুমোদন, উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই বড়সড় সর্তকতা!

বাতিল হতে পারে স্কুলের অনুমোদন, উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই বড়সড় সর্তকতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দুই বছর পর আবার অফলাইনে হচ্ছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। আগামী এপ্রিল মাসের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তবে এবার হোম সেন্টারেই পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্য স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হত। কিন্তু এবার তা হচ্ছে না। স্বাভাবিকভাবেই এর ফলে নানা আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। এক্ষেত্রে অবাধ টোকাটুকি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এবার সেই টোকাটুকি আটকাতে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সূত্রের খবর, আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, যদি কোনো স্কুল থেকে ঢুকাঢুকির কোনো খবর আসে, তাহলে সেই স্কুলের অনুমোদন বাতিল বলে ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই এর ফলে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যাপারে যে অত্যন্ত কড়া সিদ্ধান্ত গ্রহণ করবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!