এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “এবার হয়ত রেলও ভাববে” বন্দে ভারত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর !

“এবার হয়ত রেলও ভাববে” বন্দে ভারত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্যের মাটিতে চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু মালদা স্টেশনের পরে এনজেপি স্টেশনে পরপর দুইবার আঘাতপ্রাপ্ত হলো এই ট্রেন। যেখানে ঢিল ছুড়ে জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তবে এবার গোটা বিষয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে আগামী দিনে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস বাংলার পাওয়ার কথা ছিল, কিন্তু এভাবে চলতে থাকলে রেল ভাববে বলে মন্তব্য করলেন তিনি।

সূত্রের খবর, এদিন একের পর এক বন্দে ভারত এক্সপ্রেসে হামলা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “দেখুন, ইঞ্জিনিয়ারদের দ্বারা এত উৎকৃষ্ট মানের একটি রেল পরিষেবা চালু করা হয়েছে। কথা ছিল, বাংলায় আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস দেওয়া হবে। কিন্তু যেভাবে হামলা চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে হয়তো ভবিষ্যতে রেলও ভাববে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে ভবিষ্যতে আদৌ বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় চলবে কিনা, তা নিয়ে সংশয় মূলক ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!