এখন পড়ছেন
হোম > জাতীয় > রিজার্ভ ব্যাঙ্কের সমীক্ষাতেও বড়সড় ধাক্কা কেন্দ্রীয় সরকারের, চাপ বাড়ছে মোদী-শাহর

রিজার্ভ ব্যাঙ্কের সমীক্ষাতেও বড়সড় ধাক্কা কেন্দ্রীয় সরকারের, চাপ বাড়ছে মোদী-শাহর

কেন্দ্রের এনডিএ সরকারের দাবি  তাদের রাজত্ব কালে দেশের সর্বক্ষেত্রে তা সে শিল্প , অর্থনীতি হোক বা শিক্ষা ,কর্ম সংস্থান সর্বত্রই প্রভুত উন্নয়ন হয়েছে। কিন্তু বাস্তবে তার কোনো সঠিক নজির পাওয়া যাচ্ছেনা। নিত্য ব্যাবহার্য খাদ্য দ্রব্য  থেকে পেট্রোপণ্য সব কিছুরই আকাশ ছোঁয়া দাম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সাথে কর্ম সংস্থানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে লক্ষাধিক কর্মপ্রার্থী আবেদন জানাচ্ছেন। এই সব ঘটনা স্বভাবতই মোদী সরকারের তাদের দাবি করা কাজের বয়ান এবং দেশের বাস্তব উন্নয়নের চিত্র মধ্যে একটা বৃহত্তর ব্যবধান নির্দেশ করছে। দেশের ছ’টি প্রধান শহরে চালানো ওই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে ৪৮% মানুষের মতে বিগত চারবছরে দেশের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ৩১.৯%  মানুষের মতে দেশে সত্যিকারের উন্নয়ন হয়েছে। ৪৪।১% মানুষের মতে এই সরকারের আমলে কাজের সুযোগ কমেছে দৃষ্টান্তমূলকভাবে। এই সব পরিসংখ্যানের ভিত্তিতে নয় আগামী বছর লোকসভা নির্বাচনের পরেই খাতায় কলমে জানা যাবে কী হতে চলেছে এনডিএ সরকারের ভবিষ্যত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!