এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > পুরুলিয়ায় অপহরণের নাটক সরিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েতের জয়ী প্রার্থী

পুরুলিয়ায় অপহরণের নাটক সরিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েতের জয়ী প্রার্থী


ফের সংবাদ শিরোনামে পুরুলিয়া। সকল থেকে চলছিল টানটান উত্তেজনা। অবশেষে বিকেলে যবনিকা পতন ঘটলো। তৃণমূলে যোগ দিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত সদস্য বিজেপির পরিমল মাহাতো। জানা গেছে সকল থেকেই পাড়া পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত সদস্য বিজেপির পরিমল মাহাতোকে অপহরণ করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃনমুলের কংগ্রেস আশ্রিত দুস্কৃতকারীদের বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে অভিযোগ এও তোলা হয়েছিল যে গত কয়েকদিন ধরে তাঁর কাছে ফোনে হুমকি আসছিলো বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেওয়ার জন্য। এমনকি সেই নির্দেশ না মানলে প্রাণে মারার হুমকিও দিচ্ছিলো দুষ্কৃতীরা। বিজেপির দাবি তারা সবাই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বহড় গ্রামে বাসিন্দা তথা বিজেপি টিকিটে পাড়া পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত পরিমল মাহাতোকে রাতে শাসক দলের আশ্রিত দুস্কৃতিকারী অপহরন করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনা জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও সেই অভিযোগ মানতে চাই নি তৃণমূল কংগ্রেস জেলা সভপতি শান্তিরাম মাহাতো। অন্যদিকে ঘটনা প্রতিবাদে পাড়া থানা ও সাঁওতালডি থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনা লিখিত অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। পুলিস ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু সব অভিযোগের পতন ঘটিয়ে সারাদিনের শেষে শান্তিরাম মাহাতর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নিখোঁজ বিজেপি প্রার্থী পরিমল মাহাতো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 

এই নিয়ে পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরিকে ফোন করা হলে তিনি ফোন না তোলায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে তৃণমূলের দাবি বিজেপি পঞ্চায়েৎ সমিতির সদস্য পরিমল মাহাত ও আর এক পঞ্চায়েৎ সমিতির নির্বাচিত সদস‍্য অয়র মেহেতা স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন জেলা তৃণমূল কার্যালয়ে দলের জেলা সভাপতি শান্তিরাম মাহতোর হাত ধরে‌। যদিও বিজেপির দাবি তাদের অপহরণ করে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলে যোগ দেওয়ান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!