এখন পড়ছেন
হোম > জাতীয় > নদিয়ায় বিতর্কিত মন্তব্য ফিরহাদের, সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ-অভিযোগ বিজেপির

নদিয়ায় বিতর্কিত মন্তব্য ফিরহাদের, সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ-অভিযোগ বিজেপির

নির্বাচনের দামামা বাজবার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীর বক্তব্য নিয়ে একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়া শুরু করেছে। কখনও তৃণমূল তো কখনও বা বিজেপি, বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের।

এতদিন রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে ওঠা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আখ্যা দেওয়া হলেও এদিন নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর প্রচারে গিয়ে সেই সাম্প্রদায়িক ইস্যুতেই বক্তব্য রাখতে উঠে বিতর্কিত মন্তব্য করলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিনের সভায় বক্তব্য রাখতে উঠে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অসহিষ্ণুতা চলছে বলে দাবি করে ফিরহাদ হাকিম বলেন, “উত্তরপ্রদেশে নামাজ পড়তে গেলে টুপিটা পকেটে রেখে যাওয়ার কথা বলে মা। বলে, বজরং দল দেখলে মেরে দেবে। মসজিদে গিয়ে টুপি পরবি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরপ্রদেশে গরুর চেয়ে মানুষের দাম অনেক কম বলেও এদিন গেরুয়া শিবিরের উদ্দেশ্যে আক্রমণ শানানন রাজ্যের পুরমন্ত্রী। পাশাপাশি গোমাংস রপ্তানিকারীর সাথে বিজেপি যোগের অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, “বিফের এক্সপোর্টার কে সংগীত সিং বিজেপির বিধায়ক, শ্রীকান্ত শর্মা পশ্চিম উত্তরপ্রদেশের সহ-সভাপতি। গরুর মাংস এক্সপোর্ট করছে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ খেলেই দোষ!”

এদিকে বিজেপির বিরুদ্ধে ফিরহাদ হাকিমের এহেন বিস্ফোরক এবং বিতর্কিত মন্তব্য নিয়েই এবার তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কেন ভোটের মরশুমে একটি রাজনৈতিক দল সম্পর্কে এহেন মন্তব্য করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী! সেই ব্যাপারে প্রশ্ন তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে গেরুয়া শিবির।

এমনকি পুরমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দেওয়ারও অভিযোগ তুলেছে তারা। সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনের মরসুমে বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসলেন ফিরহাদ হাকিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!