এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি মঞ্জু বসুই হচ্ছেন বিজেপি প্রার্থী ,জল্পনা বাড়লো

তবে কি মঞ্জু বসুই হচ্ছেন বিজেপি প্রার্থী ,জল্পনা বাড়লো


এবার নোয়াপাড়া উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন মঞ্জু ঘোষ এই জল্পনা কাল থেকেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রতাহামে মুকুল রায়ের তার সাথে দেখা করা পরে আবার তার বিজেপিতে যোগদান প্রসঙ্গে পরিষ্কার করে কিছু না বলা সব মিলিয়ে জল্পনা বেড়েছে বই কমেনি। পরিষ্কার করা হয়নি বিজেপির তরফ থেকেও এই ব্যাপারে তাঁরাও চুপ করে আছেন কিন্তু গতরাতে বিমানবন্দরের লাউঞ্জে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেছেন মঞ্জু বসু ,ফলে তাঁর বিজেপি-তে যোগদানের সম্ভাবনাকে আরও বেড়ে গেছে। প্রসঙ্গত ২০০১ সালে এবং ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন ,অঞ্জু বসু এবং নোয়াপাড়া থেকে তিনি জিতেছিলেন। কিন্তু পরেরবার ২০১৬ সালে তিনি হেরে যান। আর এবার নোয়াপাড়ায় সুনীল সিং-কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।তৃণমূলের সাথে যে তাঁর দুরুত্ত্ব তৈরী হয়েছে তা প্রকাশের আনে কয়েকদিন আগের তৃণমূল প্রার্থী সুনীল সিং-এর সমর্থনে কর্মীসভাতে তাঁর অনুপস্থিতি।এবং তাতে সিলমোহর দেন মঞ্জুদেবী নিজে তিনি জানান” কেউ আমায় কিছু জানায়নি।এবং উপনির্বাচনের বিষয়ে দলের পক্ষে থেকে আমার সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।”এরপর বুধবার রাতে মঞ্জুদেবীর বাড়িতে যান মুকুল রায়। ফলে জল্পনা বেড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!