এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনেও পরিযায়ী শ্রমিকদের জন্য বড়সড় সুখবর! হতে চলেছে ৩ লক্ষ কর্মসংস্থান, সৌজন্যে সোনু সুদ

লকডাউনেও পরিযায়ী শ্রমিকদের জন্য বড়সড় সুখবর! হতে চলেছে ৩ লক্ষ কর্মসংস্থান, সৌজন্যে সোনু সুদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভারতে করোনার সংক্রমণকে রোধ করতে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশে লাগাতার লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে দেশে চলা লকডাউনের ফলে জীবিকা হারিয়ে সর্বশান্ত হয়ে পরে পরিযায়ী শ্রমিক সহ বহু মানুষ। এই অবস্থায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করলেন সোনু সুদ। যা অন্ধকারেও দেখালো আশার আলো। আজ ৩০ সে জুলাই অভিনেতা সোনু সুদের জন্মদিন। আর নিজের জন্মদিন উপলক্ষেই পরিযায়ী শ্রমিকদের কল্যাণার্থে তিনি একটি বিরাট প্যাকেজের কথা কথা ঘোষণা করলেন।

লকডাউনে কর্মহারা পরিযায়ী শ্রমিকদের মধ্যে থেকে তিনি ৩ লক্ষ পরিযায়ী শ্রমিকের কর্মসংস্থানের  চেষ্টায় নিলেন তাঁর এই মহনীয় উদ্যোগ । এ প্রসঙ্গে এদিন সোশ‍্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,” আমার জন্মদিন উপলক্ষে একটি ছোট উদ‍্যোগ। প্রবাসী রোজগার ডট কম থেকে ৩ লক্ষ চাকরির সুযোগ। এই চাকরিগুলিতে ভাল বেতন, পিএফ, ইএসআই ও অন‍্যান‍্য সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। AEPC, CITI, Trident, Amazon, Quesscorp, Sodex, Urban Co, Portea ও অন‍্যান‍্য কোম্পানিকে ধন‍্যবাদ এই প্রচেষ্টায় সাহায‍্য করার জন‍্য।” ইতিপূবেই লকডাউনের ফলে কর্মহারা পরিযায়ী শ্রমিকদের পুনরায় কর্মদানের কথা ঘোষণা করেছিলেন অভিনেতা সোনু সুদ ।

আর নিজের এই প্রচেষ্টার জন্য তিনি প্রবাসী রোজগার ডট কম নাম একটি অ্যাপ ও তৈরী করেছেন।সংবাদসূত্রে জানা গেছে, সোনু সুদের এই অ্যাপ এর সঙ্গে সারা দেশের বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন, স্টার্ট আপ কোম্পানি, সরকারি কোম্পানি সহ ৫০০ টি কোম্পানি যুথবদ্ধ হয়েছে । তবে সম্পূর্ণ প্রক্রিয়াটিই এখনো রয়েছে প্রাথমিক পর্যায়ে। শ্রমিকদের দক্ষতা বিচার করে তাদের দক্ষতা অনুযায়ী চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন সোনু সুদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে একটি হেল্প লাইন নাম্বার ও তিনি চালু করেছেন। অভিনেতা সোনু সুদের এই মহান প্রচেষ্টাকে ভূয়সী প্রশংসা করে সম্মতি জানিয়েছে বহু মানুষ। তবে এরপূর্বেও নিজের মহানুভবতার পরিচয় বারবার দিয়েছেন সোনু সুদ।ইতিপূর্বে, অন্ধ্রপ্রদেশের এক কৃষকের আর্থিক দুরবস্থা দেখে তাকে ট্রাক্টর দিয়ে সাহায‍্য করেছিলেন অভিনেতা সোনু সুদ। তারপর বিহারের বন্যায় চাষের বলদ হারিয়ে সর্বশান্ত ভেঙে পড়েছেন এক কৃষক। ওই কৃষকের জন্য সাহায্যের আবেদন করে সোনু সুদকে টুইট করেন জনৈক মহিলা ।

যেখানে তিনি লিখেছিলেন, “‘জানা গিয়েছে এটি একটি সত‍্যি ঘটনা। বন‍্যায় নিজের ছেলে ও জীবিকা চালানোর জন‍্য প্রয়োজনীয় দুটি বলদ হারিয়ে ফেলেছে ভোলা। আমরা ঠিক করেছি তাকে একটি গরু দান করব যাতে গরুর দুধ বিক্রি করে উপার্জন করা যায়।” জনৈক মহিলার টুইটটি চোখে পড়তেই কৃষকের সঙ্গে ঘটে এই শোকাবহ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সোনু সুদ লিখেছেন, ” আজ সন্ধ‍্যার মধ‍্যে তাদের বাড়িতে বলদ পৌঁছে যাবে যাতে জীবিকার কোনও ক্ষতি না হয়। আমাদের কৃষকদের রক্ষা করা উচিত।” এভাবেই সহায় হারানো কৃষকের দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সোনু সুদ। যা তাঁর মহানুভবতাকে আরো একবার প্রকাশ করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!